সবার সাহায্য চাচ্ছি... :)
By sHuvo WhtЄvR
সবার সাহায্য চাচ্ছি... :)
-------- -------- -------- -------- -------- --------
আমি আমার ফ্রেন্ড লিস্টের প্রায় ৯০০+ মানুষের রক্তের গ্রুপ জানি... রক্তের প্রয়োজনে আমার এই ফ্রেন্ডরাই আমার এক বিশাল শক্তি... মধ্যরাতে রক্তের প্রয়োজনে যখন কল করে রক্তদাতা পাই না, আমার ফ্রেন্ড লিস্টের অনেক রক্তদাতা সারা দিয়ে মধ্যরাতেও রক্তদান করেছেন... :)
কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই... শুধু এইটুকু জানি, রক্তদানের কাজে সম্পৃক্ত হবার পর আমার মনে প্রানে একটি বিশ্বাস জন্মেছে "আমাদের দেশে ভাল মানুষের অভাব নেই...এবং আমি এমন একজন ভাগ্যবান মানুষ যে এত ভাল মানুষের সান্নিধ্যে আমি আসতে পেরেছি" :)
-------- -------- -------- -------- -------- --------
আগেই বলেছি, আমি আমার ফ্রেন্ড লিস্টের ৯০০+ রক্তদাতার রক্তের গ্রুপ জানি, কিন্তু অনেকের শেষ রক্তদানের তারিখ জানি না... আমার মনে হয়, আবার নতুন করে ফ্রেন্ডলিস্টের রক্তদাতাদের তথ্য আপডেট হয়ে নেয়া জরুরী...
তাই, আবার আপনাদের সাহায্য চাচ্ছি... :)
***
আপনার রক্তের গ্রুপ, জেলা এবং শেষ রক্তদানের তারিখ আমাকে জানিয়ে দিন প্লিজ... মোবাইল নম্বর জানাতে হবে না... প্রয়োজনে আমি জেনে নিবো পরে :)
***
এখানে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন...
-------- -------- -------- -------- -------- --------
ওহ আরেকটি জিনিস, আমার ফ্রেন্ড লিস্টে কিছু মানুষ আছেন যারা রক্তদানের কোন পোষ্টে রেস্পন্স করেন না, কিংবা রক্তদান সম্পর্কিত কোন এক্টিভিটিতে আগ্রহীও নন, এমন কি উনার রক্তের গ্রুপও আমাকে জানাননি, এমন অপরিচিত বন্ধুদের খুঁজে খুঁজে "আন-ফ্রেন্ড" করে দেয়া ছাড়া আমার অন্য কোন উপায় নেই... তাই, আগে থেকেই দুঃখিত জানিয়ে দিচ্ছি :)
সবশেষে, হ্যাপি ব্লাড ডোনেটিং :)
-------- -------- -------- -------- -------- --------
নোটঃ নেগেটিভ রক্তদাতাদের বেশি রেসপন্স দরকার... অপেক্ষায় আছি...