DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

Go To Page: 1 | 2 | 3 | 4 | 5

সবার সাহায্য চাচ্ছি... :)

By sHuvo WhtЄvR

সবার সাহায্য চাচ্ছি... :)
-------- -------- -------- -------- -------- --------

আমি আমার ফ্রেন্ড লিস্টের প্রায় ৯০০+ মানুষের রক্তের গ্রুপ জানি... রক্তের প্রয়োজনে আমার এই ফ্রেন্ডরাই আমার এক বিশাল শক্তি... মধ্যরাতে রক্তের প্রয়োজনে যখন কল করে রক্তদাতা পাই না, আমার ফ্রেন্ড লিস্টের অনেক রক্তদাতা সারা দিয়ে মধ্যরাতেও রক্তদান করেছেন... :)

কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই... শুধু এইটুকু জানি, রক্তদানের কাজে সম্পৃক্ত হবার পর আমার মনে প্রানে একটি বিশ্বাস জন্মেছে "আমাদের দেশে ভাল মানুষের অভাব নেই...এবং আমি এমন একজন ভাগ্যবান মানুষ যে এত ভাল মানুষের সান্নিধ্যে আমি আসতে পেরেছি" :)

-------- -------- -------- -------- -------- --------
আগেই বলেছি, আমি আমার ফ্রেন্ড লিস্টের ৯০০+ রক্তদাতার রক্তের গ্রুপ জানি, কিন্তু অনেকের শেষ রক্তদানের তারিখ জানি না... আমার মনে হয়, আবার নতুন করে ফ্রেন্ডলিস্টের রক্তদাতাদের তথ্য আপডেট হয়ে নেয়া জরুরী...

তাই, আবার আপনাদের সাহায্য চাচ্ছি... :)

***
আপনার রক্তের গ্রুপ, জেলা এবং শেষ রক্তদানের তারিখ আমাকে জানিয়ে দিন প্লিজ... মোবাইল নম্বর জানাতে হবে না... প্রয়োজনে আমি জেনে নিবো পরে :)
***
এখানে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন...
-------- -------- -------- -------- -------- --------

ওহ আরেকটি জিনিস, আমার ফ্রেন্ড লিস্টে কিছু মানুষ আছেন যারা রক্তদানের কোন পোষ্টে রেস্পন্স করেন না, কিংবা রক্তদান সম্পর্কিত কোন এক্টিভিটিতে আগ্রহীও নন, এমন কি উনার রক্তের গ্রুপও আমাকে জানাননি, এমন অপরিচিত বন্ধুদের খুঁজে খুঁজে "আন-ফ্রেন্ড" করে দেয়া ছাড়া আমার অন্য কোন উপায় নেই... তাই, আগে থেকেই দুঃখিত জানিয়ে দিচ্ছি :)

সবশেষে, হ্যাপি ব্লাড ডোনেটিং :)
-------- -------- -------- -------- -------- --------

নোটঃ নেগেটিভ রক্তদাতাদের বেশি রেসপন্স দরকার... অপেক্ষায় আছি...

 

Facebook Link | Facebook Link 2 | Facebook 3

দিন বদলে যাবে :)

By sHuvo WhtЄvR

অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞানঃ

*** যিনি একবার রক্তদান করেছেন, তিনি বার বার রক্তদান করতে প্রস্তুত...

সুতরাং আপনার আশে পাশের মানুষ থেকে "নতুন রক্তদাতার" সৃষ্টি করুন... দিন বদলে যাবে :)

 

Facebook Link 1 | Facebook Link 2

Developing www.DonateBloodBD.com website was the best thing I have ever done in my entire life :)

By sHuvo WhtЄvR

সারাদিনের ক্লান্তিকর কাজ শেষে অফিস থেকে বের হলাম রাত ৯ টায়... জনবহুল এক বাসে উঠে কোন রকমে ঝুলছি... তখনই একটা SMS আসে Moshiur Akanda ভাই থেকে... এক শিশুর জন্য এখনি "এবি পজেটিভ" রক্তের দরকার...

রোগীর যোগাযোগ নম্বরে কল দিলাম এবং যা শুনলাম তা শুনে কোন মানুষ স্থির থাকতে পারবে না "ভাই, আমার বাচ্চারে বাঁচান... রক্ত পাই না... এখনি লাগবো..." বলে কান্না শুরু করে দিলেন তিনি...

নিজেকে স্থির রাখতে পারলাম না... বাসে এইভাবে ঝুলে রক্তদাতাদের সাথে কথা বলা সম্ভব না... স্পিড ব্রেকারে বাস একটু স্লো করতেই নেমে গেলাম...

একেকটি মিনিটকে যেন বছর মনে হচ্ছিল... রক্তদাতাদের কল দিতে শুরু করলাম... কেউ আজকে রক্তদান করেছেন, কেউ অফিসের কাজে ঢাকার বাইরে, কারো বাসা অনেক দূরে যেখান থেকে হাসপাতালে খুব কম সময়ে পৌঁছানো সম্ভব নয়...

Mahin Rony ভাই প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু উনার বাসা থেকে হাসপাতালে যেতেও অনেক সময়ের ব্যাপার... ভাইয়াকে বললাম, ১০ মিনিট পর আমি জানাচ্ছি... কাছাকাছি রক্তদাতা পাই কিনা আরেকবার খুঁজে নিতে চাই...

দীর্ঘ ৩০ মিনিট পর একজন রক্তদাতা "রাজু" ভাইকে পেলাম যিনি হাসপাতালের খুব কাছেই থাকেন... রাজু ভাই সাথে সাথে রওনা দিলেন... এখন তিনি হাসপাতালে আছেন এবং রক্তদান করছেন :)

বাচ্চার মা'কে জানিয়ে দিলাম, তিনি আবারো কেঁদে উঠলেন, তবে এটা ছিল স্বস্তির কান্না :)

তারপর বুকে এক রাশ শান্তি নিয়ে আরেকটি বাসে উঠে গেলাম, রওনা দিলাম বাসার পথে :)

==============================
সবাই দোয়া করুন যেন রক্তদান সফলভাবে সম্পন্ন হয় এবং এই শিশুটি যেন সুস্থ হয়ে উঠে খুব তাড়াতাড়ি... আমি পরে আপডেট জানাবো...
==============================

নোট ১: রাজু ভাই সত্যিকার অর্থেই একজন "জীবন রক্ষক"... উনার ফেইসবুক একাউন্টটা খুঁজে নিবো... এমন মানুষকে হাজারবার স্যালুট দিলেও যেন কম মনে হয়...

নোট ২: আজকে আবারো উপলব্ধি করলাম যে, Developing www.DonateBloodBD.com website was the best thing I have ever done in my entire life :) :)

==============================

আপডেটঃ
রক্তদান সফলভাবে হয়েছে... সবাই বাচ্চাটার জন্য দোয়া করুন... বাচ্চার মা-বাবা আমাদের সবাইকে দোয়া করতে বলেছেন...

Facebook Link

রক্তদানের কার্টুন...

By sHuvo WhtЄvR

রক্তদান" নিয়ে অসাধারন এই কার্টুনটি এঁকেছেন Aalif Noor Bin Giash ভাই... :)

Facebook Link

মানুষের জীবন বাঁচানোর সবচেয়ে সহজতম উপায় হল "রক্তদান"...

By sHuvo WhtЄvR

নিজের জীবনের ঝুঁকিও নিতে হচ্ছে না, খুব বেশি সময়ও ব্যয় করতে হচ্ছে না, খরচও নাই... এত সহজভাবে মানুষের জীবন বাঁচানোর উপায় মনে হয় আর কিছুতে নাই :)

উপরন্তু রয়েছে শারীরিক অনেক উপকারিতা... সাথে আছে, রক্তের বিভিন্ন পরীক্ষা একদম ফ্রী তে... জুসও ফ্রী :P

 

 

 

Facebook Link 1 | Facebook Link 2

"এক মহা সমস্যায় পরলাম..."

By sHuvo WhtЄvR

দীর্ঘদিন ধরে এক মহাসমস্যায় আছি...

রাস্তা ঘাটে মোটা তাজা মানুষ দেখলেই বলতে ইচ্ছা করে "ভাই থামেন !!! আপনার রক্তের গ্রুপ আর মোবাইল নম্বর বলেন" :-\

Facebook Link 1 | Facebook Link 2 Facebook Link 3

"সুপার ডোনার"

By sHuvo WhtЄvR

রাত তখন বাজে ১:০৭... জরুরী রক্তের রিকুয়েস্ট আসার জন্য খুব ভয়াবহ একটা সময়... তার উপর যদি জানা যায় যে রোগীর অবস্থা আশংকাজনক- তখন সত্যি বলতে কি মাথা কাজ করে না...

এত রাতে হঠাৎ করে জানতে পারি কুষ্টিয়াতে এক প্রসূতি মায়ের অবস্থা খুব খারাপ... "এ পজেটিভ" রক্তের প্রয়োজন... আগে থেকে রক্তদাতা রাজি করানো ছিল, কিন্তু এত রাতে রক্তদাতারা আসতে নারাজ... এই রোগীর কি অবস্থা হবে একবারের জন্যও ওরা ভেবে দেখেছিল কিনা আমি জানি না, শুধু এটা বুঝতে পারছিলাম এই রাত দেড়টার মধ্যে একজন রক্তদাতা পাঠাতে হবে হাসপাতালে...

এত রাতে আমি আমার পরিচিত রক্তদাতাদের কল দিতে শুরু করলাম... কারো মোবাইল বন্ধ, কেউ ফোন রিসিভ করছেন না... স্বাভাবিক... এত রাতে রিসিভ করবে এমনটি ভাবিও নি...

কুষ্টিয়ার "ও পজেটিভ" সুপার ডোনার Kpi Bappy ভাইকে নক দিলাম "কুষ্টিয়াতে 'এ পজেটিভ' সুপার ডোনার আছে? রোগীর অবস্থা খারাপ..."
বাপ্পী ভাই বললেন "আমাকে ১০ মিনিট সময় দেন ভাই..."

৮ মিনিটের মাথায় বাপ্পী ভাই জানালেন উনার বন্ধু "এ পজেটিভ" এবং তিনি এখন বাসা থেকে বের হচ্ছেন...তখন ঘড়ির কাটায় বাজে প্রায় ১:৩৯... রোগীর সাথে যোগাযোগ করে বাপ্পী ভাই এবং উনার বন্ধু সাথে সাথে রওনা দিলেন হাসপাতালের উদ্দেশ্যে... :)

এখন রাত ২:৫৫... উনারা এখন হাসপাতালে... রক্তের ক্রস ম্যাচিং হচ্ছে :)

বাপ্পী ভাই এবং রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানানোর ভাষা আমার জানা নেই... অনেক ভালবাসি ভাই আপনাদের, অনেক :)

রোগীর জন্য দোয়া করুন সবাই... নতুন সূর্যটা যেন এই মা'কে নতুন আনন্দে ভাসিয়ে দেয়... এই কামনা...

======================================

আপডেটঃ রাত ৩:৩৮
এই মা একজন পুত্র সন্তান জন্ম দিয়েছেন :)
রোগীর রক্তক্ষরণ হচ্ছে, তবে এখন আশঙ্কামুক্ত... এই রক্তদাতার রক্ত এখন এই মায়ের শরীরে প্রবেশ হচ্ছে :)

 

Facebook Link

"MBA (Master of Blood Arrangements)"

By sHuvo WhtЄvR

Arif R Hossain ভাই একটা কমেন্টে আমাকে মেনশন করে বলেছেন
"
আমাদের কাছে তো তুই অনেক আগেই এই ডিগ্রী পেয়ে গেছিস রে Master of Blood Arrangements (MBA)... :)
"

---------------
MBA (Master of Business Administration) কে আমি আমার জীবনের এচিভমেন্ট মনে করি না... সত্যি বলতে কি এটা আমার কাছে আলাদা কোন অর্থও বহন করে না... কিন্তু MBA (Master of Blood Arrangements) ডিগ্রীটা আমার চোখে পানি এনেছে... এটা আমার হৃদয় থেকে অর্জন... যেটা আমার মনের ক্ষুধা মেটায়... অনেক ধন্যবাদ ভাইয়া এই ডিগ্রী দেয়ার জন্য... এ ডিগ্রীই আমার জীবনের এচিভমেন্ট...

Facebook Link

..."রক্ত-বন্ধু"...

By sHuvo WhtЄvR

 

"এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ এবং এবি নেগেটিভ।"
নেগেটিভ রক্ত গ্রুপগুলো খুবই দুর্লভ। সবচেয়ে দুর্লভ এবি নেগেটিভ। জরুরী মুহূর্তে রক্তদাতা খুজে পাওয়া অনেক কষ্টকর, এমন কি কোন কোন ক্ষেত্রে খুজেও পাওয়া যায় না।

তাই নেগেটিভ রক্তগ্রুপের বন্ধুরা, নিজের শহরে/এলাকায় নিজের রক্তগ্রুপের রক্তদাতাদের তথ্য মোবাইলে সেইভ করে রাখুন। কমপক্ষে ৫-৬ জন রক্তদাতার সাথে "রক্ত-বন্ধু" হিসাবে সুসম্পর্ক গড়ে তুলুন, সবসময় যোগাযোগ রাখুন। এতে জরুরী মুহূর্তে আপনারা হতে পারবেন পরস্পরের জীবনরক্ষক :)
(প্রয়োজনে আমার ওয়েবসাইটের সাহায্য নিতে পারবেনঃ www.DonateBloodBD.com ... এখন পর্যন্ত 2121 জন রক্তদাতার তথ্য সংগ্রহ করেছি... )

পজেটিভ রক্তগ্রুপের বন্ধুরাও এমন করে রাখুন সম্ভব হলে :)

 

 

Facebook Link

"একটা মজার ঘটনা বলি..."

By sHuvo WhtЄvR

একটা মজার ঘটনা বলি...

কিছুদিন আগে একজন আমাকে ইনবক্সে নক করে বললেন "শুভ ভাই, কালকে ৫ ব্যাগ রক্তের প্রয়োজন..."

৫ ব্যাগ রক্ত মানে অনেক রক্ত... জিজ্ঞেস করলাম রোগীর সমস্যা কি?

ব্যাক্তিঃ রোগী প্রেগন্যান্ট...

আমিঃ রোগীর কি কোন শারীরিক জটিলতা দেখা দিয়েছে? কোন হাসপাতালে এখন?

ব্যাক্তিঃ রোগী বাসায়... না এখনো কোন জটিলতা দেখা দেয় নি...

আমিঃ প্রেগন্যান্ট রোগীদের ১ ব্যাগ রক্ত লাগে সাধারনত, বেশি হলে ২ ব্যাগ... আর যদি গর্ভকালীন জটিলতা দেখা দেয়, তাহলে অনেক ব্যাগ লাগতে পারে... যেহেতু রোগী মাশাল্লাহ ভাল আছে, তাহলে ৫ ব্যাগ ক্যামনে? একটু বুঝায় বলেন...

ব্যাক্তিঃ না মানে, ৩ ব্যাগ হলেও চলবে
(এক ঝাড়িতে ২ ব্যাগ রক্ত কমে গেল ... বাহ... )

আমিঃ ডাক্তার কয় ব্যাগ রক্ত লাগবে বলেছে?

ব্যাক্তিঃ ডাক্তার বলেছে রক্তদাতা রেডি রাখতে, লাগতে পারে... নাও লাগতে পারে...

আমিঃ "রক্ত লাগতে পারে" - এর জন্য ৩ জন রক্তদাতা লাগে নাকি !!!

ব্যাক্তিঃ "ভাইয়া, কমপক্ষে একজন রক্তদাতা ম্যানেজ করে দেন"

অবশেষে একজন রক্তদাতা খুঁজে দিলাম, তবে ম্যানেজ করে দেয়ার পর আরেকটা ঝাড়ি দিলাম "এই নয় মাস কি করেছেন? একজন রক্তদাতা আগে থেকে রেডি করে রাখতে পারেন নাই?" :P

আরও ঝাড়ি খাওয়ার আগে বেচারা খুশি মনে তাড়াতাড়ি বিদায় নিল :P

এবং পরে জানতে পারলাম রক্তের দরকার পরেনি... নরমাল ডেলিভারী হয়েছে :)

মোরালঃ মাঝে মাঝে অবস্থা পরিস্থিতি বুঝে "ঝাড়ি" এর প্রয়োজন আছে... ২ ঝাড়িতে ৪ ব্যাগ রক্ত কমে গেল :v
================================

এখন একটু সিরিয়াস মুডে আসি...

১)
প্রয়োজনের অতিরিক্ত রক্তের জন্য রিকুয়েস্ট করবেন না... যদি ২ ব্যাগ রক্তের প্রয়োজন হয় তাহলে ২ ব্যাগই লাগবে তা জানাবেন... ৫ ব্যাগ বলবেন না... কারন এই অতিরিক্ত ৩ জন রক্তদাতাকে হয়তো অন্য কোন মুমূর্ষু রোগীর জন্য পাঠাতে পারতাম... আপনাদের এই তিন ব্যাগ রক্ত শেষ পর্যন্ত লাগেনি, অপরদিকে অন্য একজন রোগী রক্তের অভাবে মারা গেলেন- এটা কতটা মানবিক?

প্রয়োজনীয় রক্তের পরিমান জানাবেন, যদি পরবর্তীতে আরও রক্তের দরকার পরে, তখন আমরাই আবার সাহায্য করবো...

২)
"২ ব্যাগ 'বি পজেটিভ' বা 'এ পজেটিভ' বা 'ও পজেটিভ' রক্তের প্রয়োজন - রক্ত খুঁজে পাচ্ছি না.."
আমার মাথায় পিস্তল ঠেকিয়েও যদি আপনি আমাকে একথা বিশ্বাস করতে বলেন, তাতেও আমি বিশ্বাস করতে পারবো না...  আপনার বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, পরিচিত এত মানুষের মধ্যে মাত্র ২ জন এই সহজলভ্য রক্ত বহনকারী নেই - এটা হতেই পারে না... পরিচিত মানুষের রক্তের গ্রুপ জেনে রাখার অভ্যাস করুন এবং পরিচিত মানুষের মাঝে আগে রক্তের খোঁজ করুন...
তাছাড়া, পরিচিত রক্তদাতা হলে আপনি সুনিশ্চিত হতে পারছেন রক্তটি বিশুদ্ধ কিনা... অপরিচিত রক্তদাতা মাদকাসক্ত কিনা হয়ত আপনি সহজেই সনাক্ত করতে পারবেন না।

(ক্যান্সার রোগী কিংবা থ্যালাসেমিয়া রোগীদের কেইস আলাদা... প্রচুর রক্তের প্রয়োজন হয়...)

৩)
সবচেয়ে জরুরীঃ

একজন গর্ভবতী মায়ের রক্তের প্রয়োজন হতে পারে এটা ডেলিভারী তারিখের ৯ মাস আগে থেকেই আপনি জানেন... আনন্দের মিষ্টি কেনার জন্য টাকা জমানোর আগে, মনে করে ২ জন রক্তদাতা খুঁজে রাখুন...
বন্ধুবান্ধব এবং পরিচিত রক্তদাতাদের সবসময় প্রস্তুত থাকতে বলুন যেন গর্ভবতীর যেকোনো শারীরিক জটিলতায় উনারাই প্রথমে এগিয়ে আসতে পারেন...

আমার তো মনে হয় আগে থেকে রক্তদাতা খোঁজা শুরু করলে ৯ মাসে ৯ জন রক্তদাতা খুঁজে রাখা সম্ভব... ২ জন ডোনার হয়তো আপনাদের লাগবে, বাকি ৭ জন ডোনারকে অন্য রোগীর কাছে পাঠানোর দায়িত্ব আমার, শুধু একটু পরিচয় করিয়ে দিবেন ;)

...
প্রস্তুত যদি থাকে দুইজন রক্তদাতা...
থাকবে গর্ভবতী মায়ের প্রানের নিশ্চয়তা...
...
================================

সবশেষে হ্যাপি ব্লাড ডোনেটিং :)

 

Facebook Link 1 | Facebook Link 2 | Facebook Link 3

"রক্তদানের অনুভূতি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে..."

By sHuvo WhtЄvR

রক্তদানের অনুভূতি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে...

রক্তদানের পর রক্তদাতাদের অভিজ্ঞতা জানতে চাই সবসময়... ভাল লাগার অনুভূতিগুলো শেয়ার করার মাঝেও আছে অন্য রকম ভাল লাগা... :)

কিছুদিন আগে আমার এক ভাই জীবনের প্রথম রক্তদান করেছেন... রক্তদানের আনন্দের অনুভূতি এতটাই প্রবল ছিল যে তিনি একটি মহৎ সিদ্ধান্ত নিয়েছেন...

"রক্তদানের জন্য হলেও, আমি আর কখনো মদ্যপান করবো না" :)

আমার হৃদয় স্পর্শ করল এই কথাটি :)
========================================

কিছুদিন আগে একজন নেগেটিভ রক্ত গ্রুপের ভাই আমাকে ইনবক্সে নক করলেন "শুভ ভাই, আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না...আমার মনে এমন কিছু ক্ষত আছে যা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে... আমি বেঁচে থাকতে চাই না..."

কিছুটা অবাক হলাম... নিজেকে সামলে নিয়ে কিছু কথা বললাম
"আপনার রক্তের গ্রুপ  __ নেগেটিভ... খুব দুর্লভ... আপনি বেঁচে থাকা মানেই বেশ কিছু রোগী নতুন জীবন পাওয়া... আপনার বেঁচে থাকা জরুরী... মানুষকে বাঁচানোর জন্য হলেও আপনার বেচে থাকা জরুরী :) সুতরাং আপনার এই বাজে চিন্তা মাথা থেকে বাদ দেন...জীবন টা উপভোগ করেন... সময়ের হাতে ছেড়ে দেন সবকিছু... " :)

ওপাশ একদম চুপ... বেশ কিছুক্ষণ পর রিপ্লাই এলো "বুঝসি ভাই, আপনি আমারে মরতে দিবেন না... সিদ্ধান্ত পরিবর্তন করলাম :) ... "

*** যখন মনে করবেন নিজের জীবনের কোন মূল্য নেই, কোন অর্থ নেই... রক্তদান করুন, রক্তদানের অনুভূতিই জীবন সম্পর্কে আপনার ধারনা পাল্টে দিবে... :)
জীবন বৃথা না, মূল্যহীন না - কারন আপনার রক্তেই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরছে অনেক মুমূর্ষু রোগী :)

========================================
নোট ১: সঙ্গত কারনে এই ২ ভাইয়ের নাম এখানে মেনশন করিনি...

নোট ২: দ্বিতীয় ভাইটি যাবার আগে আবার ম্যাসেজ করে বলল "ভাই, মরতে তো দিলেন না, আমি কিন্তু তাইলে প্রতিমাসে রক্তদান করবো..." :\

Facebook Link 1 | Facebook Link 2 | Facebook Link 3

"ঘটনা কিন্তু সত্য ;)"

By sHuvo WhtЄvR

ঘটনা কিন্তু সত্য ;)

(ছবিটি বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন...)

Facebook Link 1 | Facebook Link 2

'রক্তদাতা' সত্ত্বা

By sHuvo WhtЄvR

একজন মানুষের মধ্যে একাধিক সত্ত্বা থাকে... অবস্থা, পরিস্থিতি, সময়, জায়গা অনুযায়ী প্রতিটি সত্ত্বা ভুমিকা পালন করে... প্রতিটি সত্ত্বার রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য...

আমার মতে, পৃথিবীর মধ্যে সর্বোত্তম সত্ত্বা হল "রক্তদাতা" সত্ত্বা... :)

- একজন কঠিন মনের মানুষও, হঠাৎ কোমল হয়ে যান...
- বাস্তবতার হিসাব নিকাশে ব্যস্ত মানুষও হয়ে উঠেন আবেগপ্রবণ...
- আলসে মানুষও ছুটে যান শহরের আরেক প্রান্তে...
- কৃপণ ব্যাক্তিও সময় বাঁচাতে উঠে পরেন "ট্যাক্সি ক্যাবে"...
- তথাকথিত বখে যাওয়া ছেলেটিও দৌড়ে ছুটে হাসপাতালে...
- 'নরম মনের' মানুষটি কেঁদে উঠেন অজান্তে...

এই 'রক্তদাতা' সত্ত্বা যেন মানব প্রেমের সকল আবেগ দিয়ে তৈরি...

জয় হোক এই 'রক্তদাতা' সত্ত্বার , জয় হোক মানবতার...

Facebook Link 1 | Facebook Link 2

"আজকের দিনটা বোরিং লাগছে? রক্তদান করে ফেলুন :)"

By sHuvo WhtЄvR

আজকের দিনটা বোরিং লাগছে? সময় কাটছে না? ভালো কিছু করতে ইচ্ছা করছে?

রক্তদান করে ফেলুন না !!! :)

... অসম্ভব এক ভালো লাগা অনুভব করবেন... আজকের দিনটি আপনার জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি দিন হয়ে যাবে... নিশ্চয়তা দিচ্ছি :)

আজ রক্তদান করতে চাইলে আমাকে আপনার রক্তের গ্রুপ আর এলাকা জানিয়ে দিন :)

হ্যাপি ব্লাড ডোনেটিং :)

 

Facebook Link 1 | Facebook Link 2

"ফিরে দেখাঃ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী"

By sHuvo WhtЄvR

ফিরে দেখাঃ

- সাল ২০০৫-২০০৬
২০০৫-২০০৬ সালের দিকে NSU তে রক্তদান কর্মসূচিতে আসে কোনো একটি ব্লাড ব্যাংক। আমিও অনেক আগ্রহ নিয়ে রক্ত দিতে সেন্টারে গেলাম। কিন্তু সেন্টারের দরজা থেকেই আমাকে ফিরে আসতে হলো। আমার এই রোগা পাতলা গড়নের শরীর থেকে রক্ত নিলে নাকি উল্টো আমার শরীরে রক্ত দেয়ার জন্য মানুষ খুঁজতে হবে। যাইহোক, সেই সময় আমার এই অপরিপক্ক মনে হঠাৎ করে কেমন যেন একটা হতাশা কাজ করছিল। রক্তদান করে মানুষকে সাহায্য করতে পারব না - এইটা মেনে নিতে পারছিলাম না তখন। এখনো আমি সেই রোগা পাতলা গড়নেরই আছি। রক্তদান করা হলো না এখনো। দুঃখটা এখনো রয়ে গেল মনের গভীরেই। চিন্তা করলাম অন্যভাবে কিছু করা যায় কিনা যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জরুরিভিত্তিতে যাদের রক্তের প্রয়োজন এমন মানুষকে সাহায্য করতে পারে।

- সাল ২০১২
ঠিক করলাম রক্তদাতাদের তথ্য সংরক্ষণ করে রাখার জন্য ওয়েবভিত্তিক একটা ডাটাবেস ডেভেলপ করব যেন রক্তের দরকার পড়লে রক্তের গ্রুপ দ্বারা খুঁজে সহজেই রক্তদাতাদের সাথে যোগাযোগ করা যায় ।

- সাল ২০১৩
বছরের শুরুতেই অনলাইনভিত্তিক রক্তদাতাদের ডাটাবেস ডেভেলপ করার জন্য কাজ শুরু করি। ৩ সপ্তাহের অক্লান্ত পরিশ্রমে অবশেষে কাজ শেষ হয়।

- ২৪ শে জানুয়ারী, ২০১৩
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় আমার ওয়েবসাইট www.DonateBloodBD.com
টার্গেট ছিল খুব ক্ষুদ্রঃ "ওয়েবসাইটটির মাধ্যমে যদি ১০ জন মানুষও উপকৃত হয় তাহলে নিজেকে সার্থক মনে করব"
https://www.facebook.com/shuvowhtevr/posts/10151198567555168

ওয়েবসাইটটির প্রথম রেজিস্টার্ড রক্তদাতা হলেন Magur Rubayet ভাই। শুরু থেকেই এই মানুষটিকে পেয়েছি সবরকম সহযোগিতায়। এই একজন মানুষ।

- যাইহোক, পরবর্তী এক সপ্তাহ অনেক বড় ভাই, ফ্রেন্ডসকে অনেক রিকুয়েস্ট করে মাত্র ৬ জন রক্তদাতার তথ্য পেলাম। ওয়েবসাইটটি সবার সাথে শেয়ার করতে রিকুয়েস্ট করি পরিচিত সবাইকে। কিন্তু কারো কোন সারা পেলাম না।

- ৩১ জানুয়ারী, ২০১৩
এই দিনটি ছিল সব কিছুর টার্নিং পয়েন্ট।

আরিফ (Arif R Hossain) ভাই, একটি পোস্ট দিলেন এই ওয়েবসাইট নিয়ে।
https://www.facebook.com/TheVoices/posts/10151450926290844
একদিনেই বেশ কিছু রক্তদাতা পেয়ে গেলাম। অনেক মানুষের সাথে পরিচয় হয়ঃ Javed Kaisar ভাই, রনি ভাই, সিহাব ভাই, সনেট ভাই, ফয়সাল আহমেদ ভাই, Farhin Sohan Kabir Lita, Nusrat Lopa আপু, অপু ভাইসহ আরো অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন।

১লা ফেব্রুয়ারী থেকে ১৩ই সেপ্টেম্বর, ২০১৩
আস্তে আস্তে রক্তের রিকুয়েস্ট আসতে থাকে। শুরু করি ওয়েবসাইট থেকে রক্তদাতা ম্যানেজ করা। একসময় আমার টার্গেটঃ ১০ জন রক্তদাতা ম্যানেজ করতে পারি। জীবনের তৃপ্তটা উপলব্ধি করতে পারি তখন।
এরপর ওয়েবসাইটে রক্তদাতার তথ্য সংগ্রহে অনেক ভাই সাহায্য করেছেন। ওয়েবসাইটটি শেয়ার করেছেন, বিভিন্ন পোস্ট দিয়েছেনঃ সবার কাছে আমি কৃতজ্ঞ। কয়েকজনের নাম এখন মনে করতে পারছিঃ Arch Sheehab ভাই,  কাজী নিল ভাই, হাসিবুল হাসান ভাই, ফয়সাল আহমেদ ভাই, কল্প তরু এবং আরো অনেকে। রক্তদাতার সংখ্যা বাড়তে থাকে ওয়েবসাইটে এবং সেই সাথে বাড়তে থাকে মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা ম্যানেজ করার পরিমান। একসময় সেই সংখ্যাটা শতকের ঘর পার করে।
https://www.facebook.com/shuvowhtevr/posts/10151444192115168

এই সময়ের মাঝেই পরিচয় হয় মুক্তার ইবনে রফিক ভাই, ফয়সাল ইবনে মামুন রাব্বী, Manik ভাই, Moshiur Akanda ভাই, মোহাই মিনুর রহমান, Beethi Shabnam, Selim Chowdhury ভাইসহ আরো অনেকের সাথে। একসাথে মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা সংগ্রহে ঝাঁপিয়ে পড়ি।

- ১৪ সেপ্টেম্বর, ২০১৩
আমরাই বাংলাদেশ - Aamrai Bangladesh এর প্রথম এপিসোডে অংশগ্রহন।
এই এপিসোডের পর বহু রক্তদাতার তথ্য সংগ্রহ হয় আমার ডাটাবেসে। প্রচুর রক্তের রিকুয়েস্ট আসতে থাকে। নিজের সামর্থ্যের মধ্যে বহু রোগীর জন্য রক্তদাতা ম্যানেজ করতে থাকি।

আজ ২৪ জানুয়ারী, ২০১৪
আমার ওয়েবসাইট www.DonateBloodBD.com এর পথচলার ১ বছর পূর্ণ হল আজ। শত বিনিদ্র রাত পার করেছি রক্তদাতার তথ্য সংগ্রহে, হাজারো ঘণ্টা পার করেছি মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা ম্যানেজ করতে। কিন্তু দিন শেষে তৃপ্তি নিয়ে ঘুমাতে গিয়েছি। গত এক বছর যেন চোখের পাতায় ভেসে উঠছে।

ওয়েবসাইটটিতে বর্তমানে ১৮৭২ জন রক্তদাতার তথ্য সংগৃহীত হয়েছে। গত একবছরে এই ওয়েবসাইট থেকে আমি প্রত্যক্ষভাবে প্রায় সাত শতাধিক রক্তদাতা ম্যানেজ করেছি, এবং পরোক্ষভাবে বহু মানুষ রক্তদাতা খুঁজে নিয়েছেন।

====================
www.DonateBloodBD.com ওয়েবসাইটটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি আমার মনের অন্তঃস্থল থেকে সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের একান্ত সহযোগিতার জন্য এতটুকু সম্ভব হয়েছে। সবসময় সাথে থাকবেন, পাশে থাকেন। একসাথে মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা সংগ্রহ করবো। বাংলাদেশের মাটিতে আর একজন মুমূর্ষু রোগীকেও আমরা রক্তের অভাবে ঝরে যেতে দিবো না ইনশাআল্লাহ।

Facebook Link

"রক্তদানের পোস্টার বা লিফলেটের ডিজাইন"

By sHuvo WhtЄvR

অনেকেই আমার কাছে রক্তদানের পোস্টার বা লিফলেটের ডিজাইন চেয়েছেন... অবশেষে একটি ডিজাইন করলাম...

কেউ যদি প্রিন্ট করতে চান (বিতরনের জন্য) তাহলে আমাকে জানাবেন, ভাল কোয়ালিটির বড় সাইজের ছবি আপনাকে ইমেইল করে দিবো...

"সচেতনতায়ঃ www.DonateBloodBD.com" - লেখা আছে। প্রয়োজনে সেটা বাদ দেয়া যাবে... আপনার সংস্থা বা গ্রুপের নাম বসিয়ে দিবো... তবে আমার ওয়েবসাইটের নাম পাশে থাকলে একটু খুশি হবো আরকি ;)

যাইহোক, সাজেশনের অপেক্ষায় আছি... ছবি শেয়ার করলাম..

Facebook Link

তানভীর আনজুমঃ এমন রক্তদাতার প্রয়োজন প্রতি ঘরে ঘরে...

By: sHuvo WhtЄvR

একটা পোলারে চিনি... সারাদিন কান্দে...

October 8, 2013 তারিখে ওরে প্রথম কল দেই রক্তের প্রয়োজনে...এক কলেই রাজি... রোগীর সমস্যা কি, কোন হাসপাতাল কিছু না জেনেই রাজি... যাইহোক, সাথে সাথে হাসপাতালে গিয়ে জীবনের প্রথম রক্তদান করে এলো...

এবং এরপর থেকেই ওর কান্না শুরু...

- তিন মাস শেষ হয় না কেন? (ঘ্যানর ঘ্যানর)
- তিন মাস পূর্ণ হইল, রোগী পাই না কেন? (আবারো ঘ্যানর ঘ্যানর)

অবশেষে রোগী পাইলাম ওর জন্য... মহা খুশিতে "রোগী আসিবার পূর্বে রক্তদাতা হাসপাতালে হাজির হইয়া গেল"...

কিন্তু মহাখুশি বেশিক্ষণ স্থায়ী হইল না... রক্ত দানের পর আবার কান্না শুরু "আবারো তিন মাস?  তিন মাস শেষ হয় না কেন? :( " (ঘ্যানর ঘ্যানর)

তানভীর আনজুম, এমন রক্তদাতার স্বপ্ন সারাজীবন দেখেছি আমি এবং পেয়েছিও :) I am proud of you রে :)

Facebook Link

আজকে কাহিনী কি?

By: sHuvo WhtЄvR

আজকে কাহিনী কি? ২০/২৫ মিনিটে ৫ জন রক্তদাতা রাজি... ৬ জনকে কল দিলাম, ৫ জনই রাজি... দিন তো বদলাই গেসে, আগের দিন আর নাই ;)

আপডেট রাত ১১:৫৪
৭ কলে ৬ জন রাজি ;)

সকল রক্তদাতাদের স্যালুট...

Facebook Link

মোবাইল ফোন অপারেটরগুলো এবং বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলোর স্বতঃস্ফূর্ত সহযোগিতা খুবই প্রয়োজন...

By: sHuvo WhtЄvR

রক্তদানে সচেতনতা তৈরি করা এবং রক্তদানের ভুল ধারনা/ভয় গুলো দূর করার মাধ্যমে রক্তদানে মানুষকে উৎসাহিত করা হচ্ছে এখন আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। মানুষ যখন নিজের দায়িত্ববোধ থেকে রক্তদানে এগিয়ে আসবে তখন রক্তের অভাবে আর একটি প্রাণও ঝরে যাবে নাঃ আমি নিশ্চিতভাবে বলছি।

রক্তদানে মানুষকে উৎসাহিত করার জন্য আমরা অনলাইন এবং অফলাইনে কাজ করে যাচ্ছি। অনেক রেসপন্সও পাচ্ছি এখন। মানুষ নিজে অনুপ্রানিত হচ্ছে, পাশাপাশি আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের রক্তদানে উৎসাহিত করছে। এটা নিঃসন্দেহে আমাদের সফলতা।

উপরের দৃশ্যপট কিন্তু শুধুমাত্র শহরাঞ্চলে পরিলক্ষিত হচ্ছে। গ্রাম বা মফঃস্বলের দিকে কিন্তু আমরা তেমন পৌছাতে পারছি না। এখনো গ্রামের দিকে "রক্তদান" ব্যাপারটা যেন অবহেলিত। কয়েকটি অভিজ্ঞতাও হয়েছে আমার। কয়েকজনের সাথে কথা বলে আমি যা জেনেছি তার কয়েকটি বলছিঃ
-- যেকোন রক্ত গ্রুপের রক্ত যে কেউ নাকি নিতে পারে... (শুনে আতঙ্কিত হয়েছিলাম)
-- মেয়ে মানুষ আবার রক্তদান করে নাকি?
-- রক্ত দরকার পড়ে নাকি?... কাউরে তো রক্তের অভাবে মারা যাইতে শুনি নাই...
-- আর ধর্মীয় গোঁড়ামি তো আছেই...

গ্রামের মানুষদের রক্তদানে সচেতন করা খুব জরুরী। এইভুল ধারনাগুলোর জন্য গ্রামে-মফঃস্বলে জরুরী মুহূর্তে প্রয়োজনীয় রক্ত পাওয়া যায় না। মৃত্যু ঘটে অনেক মুমূর্ষু রোগীর... সচেতনতা তৈরি করে দিতে হবে। রক্তদানের ভুল ধারনা গুলো ভেঙ্গে দিতে হবে।

কিন্তু কথা হচ্ছে, দেশের সকল গ্রামে-মফঃস্বলে আমরা পৌঁছাবো কি করে?

অনেক চিন্তা ভাবনা করে একটি সমাধান পেয়েছি...

আমাদের দেশের বিভিন্ন মোবাইল ফোন অপারেটরগুলো (যেমনঃ গ্রামীনফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল ইত্যাদি) এর নেটওয়ার্ক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। তাদের ব্যানার, পোস্টার, কার্ড, ফ্লেক্সিলোডের দোকান দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে। একমাত্র তাদের পক্ষেই সম্ভব দেশের প্রতিটি কোণায় রক্তদানের আহ্বান পৌঁছে দেয়া।

কি করতে হবে টেলিকমগুলোর?
কোম্পানির সকল ব্যানার, পোস্টার, কার্ডের কোনায় ছোট করে হলেও যদি "রক্ত দিন, জীবন বাঁচান" লেখা থাকে, সেটাও একটা বড় ভুমিকা রাখতে পারবে রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে। রক্তদানের বিভিন্ন শ্লোগান যুক্ত করা যেতে পারে সাথে। শহর থেকে শুরু করে গ্রামে পর্যন্ত এই শ্লোগানগুলো মানুষের কাছে পৌছাবে।

=============
এখন একটু অন্য প্রসঙ্গে আসছি।

আমাদের দেশে এখন প্রচুর টিভি চ্যানেল রয়েছে। প্রতিটি টিভি চ্যানেলে সবসময় "ব্রেকিং নিউজ" স্ক্রল হয়। এই স্ক্রলারে নিউজগুলোর শেষে খুব সহজেই "রক্ত দিন, জীবন বাঁচান" বা রক্তদানের বিভিন্ন শ্লোগান কিংবা রক্তদানের উপকারিতা, কারা রক্তদান করতে পারবে, বিভিন্ন ভুল ধারনা ইত্যাদি যুক্ত করা যেতে পারে। এতে সারাদেশের মানুষের কাছে রক্তদানের আহ্বান পৌঁছে যাবে। মানুষ রক্তদানের ব্যাপারে জানতে আগ্রহী হবে, সচেতন হবে, দায়িত্ববোধ সৃষ্টি হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শুধু সম্ভব।

আমার এই দাবি অবাস্তব বা অসম্ভব কিছু নয়... শুধু প্রয়োজন মোবাইল ফোন অপারেটর এবং বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলোর স্বতঃস্ফূর্ত সহযোগিতা...

বাংলাদেশের মাটিতে আর একটি মুমূর্ষু প্রানও রক্তের অভাবে ঝরে যেতে দিবো না আমরা ইনশাআল্লাহ...

Facebook Link 1 | Facebook Link 2 | Facebook Link 3 | Facebook Link 4

রক্তদানের কাজে মোবাইলের 'Reminder' অপশনঃ

By: sHuvo WhtЄvR

অনেক আগে একজন রক্তদাতা আমাকে বলেছিলেন "ভাই, আজকে হিসাব করে দেখলাম আমার শেষ রক্তদানের তিন মাস বহু আগেই পূর্ণ হয়ে গেছে... ৫ মাস হয়ে গেছে অলরেডি... মনেই ছিল না... মনে থাকলে আরও ২ মাস আগেই রক্তদান করতে পারতাম..."

তখনি মাথায় একটা আইডিয়া আসে...

আমরা তো আমাদের মোবাইলকে "মোবাইল ব্লাড ব্যাংক" বানিয়ে ফেলছি ইতিমধ্যেই (ফোনবুকে পরিচিত মানুষের নামের পাশে তার রক্তের গ্রুপ লিখে রাখি... যেমন sHuvo O+... ইদানিং আমি শেষ রক্তদানের তারিখও মোবাইলে লিখে রাখি... sHuvo O+ 15Feb,14)...  তাই মোবাইলকে মাথায় রেখেই ওই ভাইকে একটা সমাধান দিলাম...

"
রক্তদান করেই আজ থেকে ঠিক ৩ মাস পরের তারিখটিতে মোবাইলে রিমাইন্ডার দিয়ে লিখে রাখুন "রক্ত দিন জীবন বাঁচান"... এতে বুঝতে পারবেন আপনার আবার রক্তদানের সময় হয়েছে :)
"

মোবাইলের রিমাইন্ডার অপশনটি আরও কাজে লাগানো যেতে পারেঃ যেমন- সপ্তাহের অন্য দিনগুলোতে সময় এবং সুযোগের অভাবে রক্তদান করা সম্ভব হয় না। তাই সাপ্তাহিক বন্ধ বা সরকারী ছুটির দিনগুলোতে রিমাইন্ডার দিয়ে রাখুন এতে বন্ধের দিনটি রক্তদানের মত একটি ভাল কাজে কাটানোর কথা মনে পড়বে। :)

আশা করি সবার কাজে লাগবে :)

মোবাইলের রিমাইন্ডার অপশনটি আরও কি কি কাজে লাগানো যেতে পারে চিন্তা করুন তো... জানান :)

হ্যাপি ব্লাড ডোনেটিং :)

Facebook Link

www.DonateBloodBD.com ওয়েবসাইটটির সার্থকতা...

By: sHuvo WhtЄvR

একটা স্বপ্ন নিয়েই আমার ওয়েবসাইট www.DonateBloodBD.com এর কাজ শুরু করেছিলামঃ "মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে যেন যে কেউ যেকোন সময় রক্তদাতার সাথে খুব সহজেই সরাসরি যোগাযোগ করতে পারে..."

======================

সার্থকতা খুজে পাই...

- যখন রক্তদাতা আমাকে জানায় ওয়েবসাইট থেকে খুঁজে রোগীরা উনার সাথে যোগাযোগ করেছেন এবং উনি রক্তদান করেছেন...

- যখন রোগীরা বলেন "ভাই, আপনার ওয়েবসাইট থেকে খুঁজে আমার আম্মুর অপারেশনের জন্য রক্তদাতা খুঁজে পেয়েছি...অনেক কৃতজ্ঞতা..."

- যখন কোন ভলান্টিয়ার বলে "আজকে আপনার ওয়েবসাইট থেকে ৬ জন রক্তদাতা ম্যানেজ করেছি ভাই :D "

- যখন কেউ বলে আপনার ওয়েবসাইটটা বুকমার্ক করে রেখেছি... রক্তের প্রয়োজনে ওয়েবসাইট থেকেই রক্তদাতা ম্যানেজ করি...

- যখন রক্তদাতা বলেন "ভাই, এত কল আসে কেন? দিনে ৪/৫ টা কল আসে... ওয়েবসাইট থেকে আমাকে রিমুভ করেন... শেষ রক্তদানের তিন মাস পূর্ণ হলে আমিই আবার রেজিস্ট্রেশন করুম" :P
(এইটা হইল দুঃখের আড়ালে সুখ... মানুষ ওয়েবসাইট থেকে প্রতিদিন প্রচুর রক্তদাতাদের কল দিচ্ছেন এর প্রমান... এবং নিঃসন্দেহে প্রচুর রক্তদাতাও ম্যানেজ হচ্ছে...)

======================

অনাকাঙ্ক্ষিত কল আসা বন্ধ করার একটাই উপায়... রক্তদান শেষে ওয়েবসাইট থেকে আপনার শেষ রক্তদানের তারিখ আপডেট করে ফেলুন... তিন মাস পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ কল দিবে না আশা করি...

যারা রক্তদাতা ম্যানেজ করছে ওয়েবসাইট থেকে, রক্তদাতাকে কল করে যদি উনার শেষ রক্তদানের তারিখ জানতে পারেন তাহলে আমাকে রক্তদাতার "Donor ID" এবং শেষ রক্তদানের তারিখ জানিয়ে ফেইসবুকে ইনবক্স করে দিবেন বা ইমেইল করে দিবেন এখানেঃ This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ... আমি ডাটাবেস আপডেট করে দিবো... এতে পরবর্তীতে অন্য কোন রোগীর সুবিধা হবে রক্তদাতা খুঁজতে।

======================

আপনার জেলা/এলাকার রক্তদাতা খুঁজে পাবেন কিভাবে?
ওয়েবসাইটটিতে যাবার পর বামে সার্চ অপশন পাবেন "রক্তদাতা খুজে নিন এখান থেকে"... এখানে রক্তের গ্রুপ, জেলা, এলাকা দিয়ে সার্চ করে রক্তদাতার লিস্ট পাবেন মোবাইল নম্বর সহ...  রক্তদাতার মোবাইল নম্বর, এলাকা, জেলা - এই তথ্যগুলোর পাশে শেষ রক্তদানের তারিখ লেখা আছে... যদি রক্তদাতার শেষ রক্তদানের তিন মাস পূর্ণ হয়, তবেই রক্তদাতাকে কল করুন...

এই ওয়েবসাইটে এই পর্যন্ত আমি ২০৮০ জন রক্তদাতার তথ্য সংগ্রহ করেছি...বিভিন্ন জেলার বিভিন্ন রক্তগ্রুপের রক্তদাতার তথ্য রয়েছে...এই ২০৮০ রক্তদাতার মাধ্যমে বছরে সর্বোচ্চ (২০৮০ X ৪ = ) ৮৩২০ ব্যাগ রক্ত ম্যানেজ করা সম্ভব :)

ওয়েবসাইটটিতে এখনো রেজিস্ট্রেশন করে না থাকলে, আজই রেজিস্ট্রেশন করুন...
http://www.donatebloodbd.com/index.php/be-a-donor

রক্তের প্রয়োজনে রোগীরাই আপনাকে খুঁজে নিবে... আর আমি তো আছি সবসময় :)

হ্যাপি ব্লাড ডোনেটিং :)

Facebook Link 1 | Facebook Link 2

#নিজের_রক্তদানের_ছবি_হোক_ফেইসবুকে_প্রোফাইল_পিক

By: sHuvo WhtЄvR

ফেইসবুকে নিজের প্রোফাইল পিকে -

১. সিগারেট হাতে 'ভাব' এর ছবি দিলে 'হিরো' হওয়া যায় না, কিংবা...

২. রাতে_ঘরের_ভিতর_সানগ্লাস_পরা  ছবি দিলে 'হিরো' হওয়া যায় না, কিংবা...

৩. পালসার বাইকে 'সেইরাম' পোজ দেয়া ছবি দিলে 'হিরো' হওয়া যায় না, কিংবা...

৪. বলিউড বা হলিউডের 'হিরো' এর ছবি লাগিয়ে নিজে 'হিরো' হওয়া যায় না...

----------------
নিজেকে হিরো ভাবতে সবারই ভাল লাগে। উপরের ৪ ধরনের প্রোফাইল পিক যারা দিচ্ছেন, তারাও নিজেকে একটু "হিরো হিরো" মনে হোক এই আশা নিয়েই এই ছবি দিচ্ছেন। কিন্তু সত্যি কথা কি জানেন? ফেইসবুকে প্রোফাইল পিকে যদি নিজেকে সত্যিকার "হিরো" হিসাবে প্রমান করতে চান, তাহলে উপরের ছবিগুলো দিয়ে কোন লাভ নাই।

জীবনে সত্যিকার হিরো হবার অনেক উপায় আছে। এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো। প্রতিটি রক্তদাতাই একেকজন বীর এবং সত্যিকার হিরো :)
----------------

আমার মনে এক চাপা দুঃখ আছে।
উপরের ৪ রকমের প্রোফাইল পিক লাখ লাখ মানুষের প্রোফাইলে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত একজন মানুষকেও দেখিনি যিনি নিজের রক্তদানের ছবি প্রোফাইল পিক হিসাবে দিয়েছে।

আমার অনেকগুলো স্বপ্নের মধ্যে ২টা স্বপ্নও ছিল-
১. মানুষ রক্তদান শেষ করেই গর্বে বুক ফুলিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিবে এবং সেই স্ট্যাটাসে থাকবে শত মানুষের "শুভেচ্ছা বার্তা" (আমার এই স্বপ্ন ইতিমধ্যেই পুরন হয়েছে :) )
২. মানুষের প্রোফাইল পিকে থাকবে নিজের রক্তদানের ছবি :)

দ্বিতীয় স্বপ্নটি এখনো পুরন হয়নি। তবে এটিও একদিন পুরন হবে আমি নিশ্চিত :)

আমার বন্ধু লিস্টে রক্তদান করেছেন এমন "Real Hero"দের রিকুয়েস্ট করছি অন্তত একবার নিজের রক্তদানের ছবি প্রোফাইল পিক হিসাবে দিন, আমাকে ট্যাগ করুন এবং আপনার এই ছবিতে কমেন্ট করে একটিবার 'স্যালুট' জানানোর সুযোগটুকু আমাকে দিন। :)

#নিজের_রক্তদানের_ছবি_হোক_প্রোফাইল_পিক

যাইহোক, সবশেষে 'হ্যাপি ব্লাড ডোনেটিং' :)

(বিঃ দ্রঃ আমি শারীরিকভাবে রক্তদানের যোগ্য নই। তাই আমার প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারলাম না।)

===============================================
নোটঃ (রাত ২:২৮)
কিছু কমেন্টের উত্তর হিসাবে বলছিঃ
"
সুপার ম্যানকে আমরা হিরো বলি কেন? কারন সে মানুষের জন্য কাজ করছে। একজন রক্তদাতাও তেমনি মানুষকে বাঁচাচ্ছে। হিরো কে হিরো হিসাবে প্রতিষ্ঠা করতে হবে তো। তা না হলে সবে ১৮ বছরে পা দেয়া ছেলে/মেয়েটি বুঝবে কিভাবে এর গুরুত্ব :)

আবারো বলছি, রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং হিরো কে হিরো হিসাবে মানুষের কাছে পৌঁছে দেয়া এই পোস্টের উদ্দেশ্য। রক্তদাতারা সব কিছুর উপরে। ধন্যবাদ।
"

===============================================
নোটঃ (রাত ২:৩৫)
সকল রক্তদাতারা হলেন সুপার হিরো এবং এই সুপার হিরোর নাম হল "ব্লাড ম্যান" :)
..."ব্লাড ম্যান"..."ব্লাড ম্যান"..."ব্লাড ম্যান"... :)

("ব্লাড ম্যান" নামটির কপিরাইট হল Wahid Ibn Reza ভাইয়ের। উনি আমাকে এই নাম দিয়েছিলেন July 29, 2013 তারিখে। কিন্তু সত্যিকারের "ব্লাড ম্যান" হল পৃথিবীর সকল রক্তদাতারা। স্যালুট)

Facebook Link

আমাকে আরও কিছুটা সময় দাও...

By: sHuvo WhtЄvR

আমার বন্ধু Godfathr Limon একটা পোষ্টে কমেন্ট করেছে "Kotodin tor shavabik status dekhi na...we all lost u.." :(

এই ব্যাপারটা সত্যিই এতদিন খেয়াল করিনি। আমি চিন্তা করে দেখলাম গত ১০ মাসে আমি রক্তদানের বিষয় ছাড়া অন্য কিছু ভাবিনি, রক্তদান ছাড়া তেমন কোন পোস্ট দেইনি। রক্তদানে মানুষকে সচেতন করা, উৎসাহিত করা এবং মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা ম্যানেজ করে দেয়া - এইসব নিয়েই ভেবেছি শুধু।

যে শুভ ৩-৪ মাস একটানা কোন ট্যুরে না গেলে মনে করতো 'দম-বন্ধ' হয়ে মরে যাবে, এই শুভই কিনা গত ১০ মাস ধরে ঢাকার যান্ত্রিকতার মাঝে পড়ে আছে। বন্ধুদের নিয়ে আড্ডাও দেই না, কোথাও বেড়াতে যাই না, কিংবা বেড়াতে গেলেও "রক্তদাতা" খুঁজতে খুঁজতেই সময় পার হয়ে যায়। একসাথে বন্ধুরা মিলে চিৎকার দিয়ে গান করিনা।

অনেক কাছের মানুষ থেকে অনেক দূরে সরে গেছি।

গত ১০ মাসের মধ্যে একটি দিনও আমি 'টেনশন ফ্রী' ভাবে কাটাইনি। রোগীর কান্না, রক্তদাতা খোঁজা, রক্তদাতা সুন্দরভাবে রক্তদান করে ঘরে ফিরতে পারলেন কিনা - এইসব নিয়ে চিন্তা করেই কিভাবে যেন ১০ মাস চলে গেল।

আমার আগের স্ট্যাটাসগুলো হত, দিনে কয়টা মুভি দেখালাম তা নিয়ে, মজার ছড়া লিখে, শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো নিয়ে, গান শুনে নির্ঘুম রাত কাটানো নিয়ে, কিংবা কনসার্টে চিৎকার দিয়ে গলা ভেঙ্গে গেছে তা জানিয়ে, কিংবা, সারারাত বন্ধুর বাসায় আড্ডা দিয়ে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার পিক আপলোড দিয়ে - আজ কেমন জানি মনে হচ্ছে আমি অনেক কিছুই হারিয়ে ফেলেছি। জীবনের অনেক কিছুই ত্যাগ করেছি। অনেকদিন পর মনে হচ্ছে ঢাকায় যান্ত্রিকতায় "দম বন্ধ" হয়ে আসছে আবার।

কিন্তু সব কিছুর মধ্যে একটাই আনন্দ, আমি আমার স্বপ্নপুরনের পথেই আছি। এই ১০ মাসে মানুষ রক্তদানে আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। এই আমার পাওয়া :)

লিমনসহ আমার সকল বন্ধু, আমার পরিবারের সবাই, আমার আত্মীয়স্বজন - আমাকে আরও কিছুটা সময় দাও। শুভকে তোমরা আবার আগের মতই পাবে।  "বাংলাদেশে যখন রোগীর তুলনায় রক্তদাতার সংখ্যা বেশি হবে" - তখন আমার স্বপ্নপুরন হবে, তখন আমি বিশ্রাম নিবো। আমার জন্য দোয়া করো আর সবকিছু গুছিয়ে নেয়ার সময়টুকু দাও।

তারপরও সবশেষে "হ্যাপি ব্লাড ডোনেটিং" :)

Facebook Link

হতে চান "সুপার ডোনার"? :)

By: sHuvo WhtЄvR

জরুরী জরুরী...রাত আড়াইটা বাজে...এখনি রক্তের প্রয়োজন...রোগীর অবস্থা আশংকাজনক...এত রাতে রক্তদাতা পাওয়া অনেকটা অসম্ভব...এগিয়ে আসুন...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ভাই, থামেন। টেনশনের কিছু নেই। আমাদের আছে ২ জন "সুপার ডোনার" :)

এত রাতে আপনি কোলবালিশটা জড়িয়ে ধরে হয়তো ঘুমাচ্ছেন, কিংবা হয়তো এত রাতে হাসপাতালে দৌড়াতে ইচ্ছা করছে না, কিংবা এত রাতে বের হতে কিছুটা ভয় কাজ করছে - নিজের চিন্তায় কিছুটা ব্যাতিব্যাস্ত (মাঝরাতে রক্তদাতা ম্যানেজ করতে না পারার অভিজ্ঞতা থেকে বলছি)। হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে রোগীটি কি সকাল পর্যন্ত বাঁচবে?

স্বাভাবিকতার মাঝেই কিছু কিছু মানুষ থাকে একটু অন্যরকম। এখন আমি পরিচয় করিয়ে দিবো ২ জন "সুপার ডোনার" দের।

বি করিম ভাই আর  Kpi Bappy ভাই হলেন এই দুই "সুপার ডোনার"। :)

একটু ব্যাখ্যা করছি। করিম ভাইয়ের রক্তের গ্রুপ "এবি পজেটিভ", বাপ্পি ভাইয়ের "ও পজেটিভ"। মোটামুটি সহজলভ্য রক্ত। তাহলে উনারা "সুপার ডোনার" হলেন কিভাবে?
উত্তরঃ নাহ, রক্তের গ্রুপের সাথে এর সম্পর্ক নেই। "সুপার ডোনার" হতে শুধুমাত্র দরকার ইচ্ছাশক্তি আর কিছুটা ত্যাগ স্বীকার :)

এই দুই ভাইয়ের মুখেই শুনুনঃ
"
ভাই, এক সপ্তাহের মধ্যে আমার রক্ত দেয়ার সময় শুরু হয়ে যাবে। তবে ভাই এবার আমি একটা শর্তে রক্ত দিবো। রক্ত দিবো রাত বারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যাদের রক্ত লাগবে শুধুমাত্র তাদের জন্য। অর্থাৎ যাদের ফাটাফাটি ইমার্জেন্সি বেঁধে যাবে শুধু তখনই আমাকে ডাকবেন। হাজির হয়ে যাব। দিনের বেলা যত দুর্লভ গ্রুপই হোক সেটা খুজলে পাওয়া যায়। রাতের বেলা কাউকে পাওয়া যায় না। হাতে পায়ে ধরলেও পাওয়া যায় না। এই জন্য আমাদের এই সিদ্ধান্ত।
মাঝ রাতে অনেক সময় খুব কমন রক্তও পাওয়া যায় না ডোনারের স্বদিচ্ছার অভাবে। যে এভাবে মাঝ রাতে রক্ত দিতে রাজি হচ্ছে আমি তাকে শুধু ডোনার বলব না, সে হল “সুপার ডোনার।
"

এমন "সুপার ডোনার" থাকলে এই রাত-দুপুরে মুমূর্ষু রোগীকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, কারন রাত যতই হোক না কেন এই "সুপার ডোনার"রা তো রেডি আছেন সময়মত হাসপাতালে পৌঁছে যাবার জন্য :)

গভীর রাতে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে যে ডোনাররা রক্তদানে যাবেন, তারাই হলেন আমাদের "সুপার ডোনার"। আমার মনের গভীরের সবচেয়ে শ্রদ্ধার স্থানে আমি তুলে রাখব তাঁদের। প্রমিজ :)

পৃথিবীর সকল "সুপার ডোনার"দের স্যালুট যারা মধ্যরাতেও থাকেন মুমূর্ষু রোগীর সাথে, যখন অন্যরা ঘুমায় কোলবালিশের পাশে :)


(বিঃদ্রঃ- মুমূর্ষু রোগীর পাশে সবসময় থাকবেন সেটা দিনে হোক কিংবা রাতে। রাতে রক্তদাতা পাওয়া অনেক কষ্ট হয়, তাই রাতে রক্তের প্রয়োজনেও সমানভাবে এগিয়ে আসুন। এই পোষ্টে দিনে রক্তদান করাকে কোনভাবেই নিরুৎসাহিত করা হচ্ছে না। হ্যাপি ব্লাড ডোনেটিং :) )

Facebook Link

২টি ভাল খবর শুনবেন না? :)

By: sHuvo WhtЄvR

এখনি ঘুমুতে যাচ্ছেন? মন ভাল করে দেয়া ২টি খবর শুনবেন না? শুনে যান, কিছুটা আনন্দ নিয়ে ঘুমুতে যান :)

খবর একঃ
-------------
এক ছোট্ট শিশুর রক্তের দরকার আগামীকাল সকালে। আজ রাতে রক্ত সংগ্রহ করে রাখা হবে। 
Nusrat Jahan Lucky সহ আরও একজন রক্তদাতা রাজি। "আগে আসলে আগে পাবেন" ভিত্তিতে লাকি আপু 'Lucky' ছিলেন, তাই লাকি আপুকে পাঠালাম। ;)

আপুর বাসা থেকে হাসপাতালের দূরত্ব অনেক। আপু একসময় হাসপাতালে গিয়ে পৌঁছালেন। ওখানে গিয়ে ছোট্ট শিশুটির বাবার সাথে কথা হয়। এই শিশুটির ওয়ার্ডেই ছিল আরেকটি শিশু যার এখনি রক্তের প্রয়োজন। শারীরিক অবস্থা আশংকাজনক। রক্তের গ্রুপ একই, এই আপুর রক্তের গ্রুপ। আপু আগের শিশুটির বাবার সাথে কথা বলেন এবং জানতে পারেন যে আগের শিশুটির জন্য আরেকজন ডোনার রক্তদান করতে চেয়েছিল। তাই এই শিশুটির জন্য স্ট্যান্ডবাই আরেকজন ডোনার আছে।

আপু আর দেরি করলেন না। যে শিশুটির এখনি রক্ত দরকার, সেই শিশুটিকে রক্তদান করে ফেললেন :) তখনি রক্ত না পেলে এই শিশুটির কি হত জানি না, কিন্তু আমি অনুভব করি লাকি আপু আজ এই শিশুটিকে বাচিয়েছেন :)

লাকি আপুকে ধন্যবাদ জানানোর কোন ভাষা কি আসলেই আমাদের আছে? :)
শুধু দোয়া করছি আপুর জন্য :)

খবর দুইঃ
-------------
সঙ্গীতশিল্পী সায়ান আপুর আম্মুর ক্যান্সার এবং এর জন্য রক্তের দরকার। "এবি নেগেটিভ" সবচেয়ে দুর্লভ রক্তের ১৩ জন রক্তদাতাও পাওয়া গেল। কিন্তু Apheresis সিস্টেমে রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে রোগীকে দেয়া হবে। কিন্তু এই পদ্ধতিতে প্লাটিলেট নিতে হলে রক্তদাতার একটি বিশেষ ভেইন স্পষ্ট থাকতে হয়।

এই ১৩ জন রক্তদাতার থেকে মাত্র ৩ জন রক্তদাতার মধ্যে এই বিশেষ ভেইনটি পাওয়া যায়। আমার জন্য আনন্দের ব্যাপার হচ্ছে এই ৩ জন রক্তদাতার মধ্যে ছিল আমার এক রক্তদাতা
Fahim Bin Faruque :)
আজ ছিল ফাহিমের জীবনের ২য় রক্তদান এবং প্রতি তিন মাস পর পর রক্তদানে সে প্রতিজ্ঞাবদ্ধ :)

আমার এই ছোট্ট ভাইটা আজ রক্তদান করতে পেরে যার-পর-নাই খুশি। ফোনের ও পাশ থেকে আমি ওর আনন্দ ফিল করতে পারছিলাম :)

ফাহিম, তোর জন্য অনেক শুভ কামনা। এই দুর্লভ রক্তের মাধ্যমে তুই শত শত মানুষের জীবন বাঁচা এই দোয়া করি :)

(বিঃ দ্রঃ এই রোগীর জন্য পরবর্তীতে রক্তের প্রয়োজন হলে আমি সবাইকে জানাবো। উনার জন্য দোয়া করুন সবাই।)

Facebook Link

Shawon ভাইকে শ্রদ্ধা :)

By: sHuvo WhtЄvR

এক আজব মানুষের সাথে কথা হল আজ। পরিচয় বেশ কিছুদিন আগে থেকেই, কিন্তু তেমন কোন কথা হইনি। আজ অনেকক্ষণ কথা হল  Shawon ভাইয়ের সাথে। এবং অবাক হয়েছি বার বার :)

পর পর দুইবার এই ভাইকে আমি কষ্ট দিয়েছি।
প্রথমবার, ডোনার নিয়ে উনি হাসপাতালে হাজির, কিন্তু রোগী ফোন ধরে না।
দ্বিতীয়বার, আবার উনি ডোনার নিয়ে হাজির, রোগী বলে এখন লাগবে না, সন্ধ্যায় আসেন।
রোগীর এমন ব্যবহারে আমি সত্যি বিরক্ত হই, পাশাপাশি খুব লজ্জিতবোধ করছিলাম শাওন ভাইয়ের কাছে। আজ এই ভাইকে কল দিলাম। কিন্তু এই ভাই আমাকে বললেন, "সমস্যা নাই। দরকার পড়লে আবার বলবেন। আমি চেষ্টা করবো।" :)

কথা প্রসঙ্গে শাওন ভাই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলাম। এবং অবাক হলাম। ছোটখাট উপন্যাস লিখে ফেলা সম্ভব :)

ঘটনা একঃ
---------
অনেক আগে। উনার কাছে রোগীর কল আসে এবং বলা হয় যে পরদিন খুব জরুরী রক্তের প্রয়োজন। রোগীর অবস্থা ভালো নয়। শাওন ভাই বললেন "ঠিক আছে, আমি দিবো। কোন হাসপাতালে আসতে হবে?"
রোগী হাসপাতালের নাম বলল এবং জেলা বলল। অবাক করা বিষয় হচ্ছে রোগী আছেন রংপুরে, আর এই ভাই থাকেন ঢাকায়। রোগী জানতেন না যে শাওন ভাই ঢাকা থাকেন। যেহেতু জরুরী রক্তের দরকার, তাই শাওন ভাইও রোগীকে কিছু জানালেন না। শাওন ভাই পরদিন ঢাকা থেকে রওনা দিয়ে রংপুরে পৌঁছালেন এবং যথাসময়ে রক্তদান করলেন রোগীকে। রোগীকে কিছু বুঝতেই দেননি তিনি :)

আমি অবাক হলাম। এমন মানুষও আছে এখন পৃথিবীতে !!! :)

ঘটনা দুইঃ
---------
এটাও বেশ কিছুদিন আগের ঘটনা। ১ মাস ১১ দিন আগে শাওন ভাই রক্তদান করেছেন। কিন্তু একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন এবং খুব কম সময়ের মধ্যে। রক্তদাতা পাওয়া যায়নি। এই রোগীকে বাঁচাতে হলে এখনি রক্ত দরকার। শাওন ভাই আর অপেক্ষা করতে পারলেন না। রক্তদান করতে শুয়ে পরলেন আর বললেন "আমার যদি শরীর খারাপ লাগে, বুক ব্যাথা করে, তাহলে ঘাবড়াবেন না। রোগীকে সময় দিন। আর শুধু আমার জন্য পানি খাওয়ার ব্যাবস্থা রাখবেন।"
যেহেতু মাত্র ১মাস ১১ দিন আগে রক্তদান করেছিলেন, তাই এবার রক্তদান করার পর শাওন ভাই অসুস্থ হয়ে যান, বুকে প্রচণ্ড ব্যাথা হতে থাকে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ওই সময় কেউ ছিলেন না পাশে। রক্ত নিয়েই রোগীর আত্মীয়, ডাক্তার সবাই চলে গেলেন রোগীর কাছে। শাওন ভাইকে পানি দেবার মতো কেউ ছিল না তখন। কিছুটা দুঃখ নিয়ে বললেন তিনি কিন্তু কোনও অভিযোগ ছিল না :) নিজেই বললেন "হাসপাতালে রোগীর আত্মীয়দের ভুল-ত্রুটি দেখতে নেই ভাই কারন রোগীর জন্য প্রচণ্ড টেনশনে থাকেন উনারা। অনেক কিছু মেন্টেইন করতে হয়। আর হাসপাতালে থাকলে সুস্থ মানুষও মানসিক ভাবে স্থির থাকতে পারে না।" :)

এইকথা গুলো শুনে এই ভাইয়ের প্রতি শ্রদ্ধা অনেকটাই বেড়ে গেল।

ঘটনা তিনঃ
---------
শাওন ভাই এখন পর্যন্ত ৩৮ বার রক্তদান করেছেন, হু ৩৮ বার। :)
তিনি বললেন"মানুষের কিছু নেশা থাকে। চা, পান, সিগারেট। আমার নেশা হল রক্তদান করার নেশা" :)

শাওন ভাই, আপনার সাথে পরিচিত হতে পেরে আমি সত্যি গর্ববোধ করছি। আমি খুব কম মানুষকেই স্যালুট দিয়েছি। আজ আমি আপনাকে "স্যালুট" জানালাম ভাই :)

আপনার সাথে দেখা করার অপেক্ষায় রইলাম :)

Facebook Link

১৮+ পোস্ট ;)

By: sHuvo WhtЄvR

১৮+ পোস্ট।
















রক্তদান করুন :)

Facebook Link

পরিশ্রম বৃথা যায়নি :)

By: sHuvo WhtЄvR

আমার নয় মাসের পরিশ্রম বৃথা যায়নি যখন একটি ১৫ বছরের ছেলে এসে বলে "শুভ ভাই, মুমূর্ষু রোগীর জন্য রক্তদান নিয়ে কাজ করতে চাই" :)

আমার নয় মাসের পরিশ্রম বৃথা যায়নি যখন একজন এসে বলে "শুভ ভাই, জীবনের প্রথম আজ মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা খুজে দিলাম" :)

আমার নয় মাসের পরিশ্রম বৃথা যায়নি যখন ৪৬ বছর বয়সের একজন এসে বলে "শুভ, আজ আমি জীবনের প্রথম রক্তদান করলাম তোমার উৎসাহে" :)

আমার নয় মাসের পরিশ্রম বৃথা যায়নি যখন দেখি নয় মাস আগের মানুষগুলো এখন প্রতি ৪ মাস পর পর রক্তদানের জন্য অপেক্ষায় থাকে :)

পরিবর্তন এসেছে, আরও আসবে। আমি নিশ্চিত :)

Facebook Link

Always give your 100% ;)

By: sHuvo WhtЄvR

Whatever you do in life, always give your 100%,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
unless you are Donating Blood :p

একবারে এক ব্যাগের বেশি দিয়েন না :p

Facebook Link 1 | Facebook Link 2

শুভ জন্মদিন এবং রক্ত দিন :)

By sHuvo WhtЄvR

একটা সমস্যায় আছি...

আগে মানুষের জন্মদিনে উইশ করতাম "শুভ জন্মদিন"...
আর এখন জন্মদিনে উইশ করতে ইচ্ছা করে "রক্ত দিন"... :\

-----
আজকে আমার বন্ধু লিস্টে ১৪ জনের জন্মদিন। ভাই ও বোনেরা, আজকের জন্মদিন রক্তদানের মাধ্যমে উদযাপন করুন। চিন্তা করুন, একজন মানুষের জীবন বাঁচানোর মাধ্যমে জন্মদিনটি অতিবাহিত হবে। আপনার জন্ম সার্থক হয়েছে ভেবে নেবার সহজতম উপায় এটাই :)

শুভ জন্মদিন এবং রক্ত দিন :)

Facebook Link 1 | Facebook Link 2 | Facebook Link 3 | Facebook Link 4 | Facebook Link 5

সুস্থ মানুষ হলে করুন রক্তদান,
কান্না মুখে হাসি ফোটান...

By sHuvo WhtЄvR

আমার ছোট্ট একটা বোন আছে। গতকাল সে ২টা ছবি এঁকে আমাকে দেখালো।

ছন্দ এবং আঁকায় সে কেমন এটা নিয়ে আমি যাচাই করতে চাই না, আমি শুধু দেখেছি ওর ইচ্ছা এবং ডেডিকেশন। "রক্তদান" ব্যাপারটা তাকে ভাবায় - এটাই তো অনেক কিছু :)

ছবি দুটো শেয়ার করছি।

Nisheta Mitu, দারুন কাজ করেছিস রে :)

Facebook Link

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 93 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন