DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

 

সম্মানিত এবং শ্রদ্ধেয় রক্তদাতা,

প্রথমেই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এমন একটি মহৎ কাজে আপনারা নিবেদিত আছেন বলেই আজ বাংলাদেশের হাজারো মুমূর্ষু রোগী জরুরী প্রয়োজনে রক্ত পাচ্ছেন এবং নতুন জীবন ফিরে পাচ্ছেন। আপনাদের স্যালুট জানাচ্ছি।

আপনারা আমার ওয়েবসাইট www.DonateBloodBD.com এ রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করেছেন এবং জরুরী রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীর ডাকে সারা দিয়েছেন।

রক্তদান শেষে এই ওয়েবসাইটে আপনার Username এবং Password দিয়ে লগইন করুন (এখানে ক্লিক করুন) এবং শেষ রক্তদানের তারিখ আপডেট করুন, এতে রক্তের প্রয়োজনে অনাকাঙ্ক্ষিত কল আসবে না রোগী থেকে। আপনার শেষ রক্তদানের তিন মাস পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ কল দিবে না আশা করি।

আপনি যদি শেষ রক্তদানের তারিখ আপডেট করেন তাহলে
১) রোগীর পক্ষে রক্তদাতা খুঁজে নেয়া সহজ হবে এবং
২) আপনিও অনাকাঙ্ক্ষিত কল থেকে মুক্তি পাবেন।

তাই ওয়েবসাইট থেকে আপনার শেষ রক্তদানের তারিখ নিয়মিত আপডেট করুন। অথবা আপনার শেষ রক্তদানের তারিখ জানিয়ে আমাকে ইমেইল করুন নিচের ইমেইল এড্রেসেঃ

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

অথবা

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

আমি ডাটাবেস আপডেট করে দিবো।

অনেক ধন্যবাদ সবাইকে, পাশে থাকার জন্য :)

হ্যাপি ব্লাড ডোনেটিং :)

 

শুভ - DonateBloodBD.com

রক্ত দিন, জীবন বাঁচান...

 

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 35 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন