ATTENTION “এবি নেগেটিভ” রক্ত গ্রুপের বন্ধুরা।
By sHuvo WhtЄvR
আমি অনেক কান্না দেখেছি, অনেক কান্না শুনেছি।
বিশ্বাস করুন একটিবারঃ “এবি নেগেটিভ” রক্ত এতটাই দুষ্প্রাপ্য, দুর্লভ হয়তো আপনি নিজেও জানেন না। এই “এবি নেগেটিভ” রক্তের অভাবে অনেক মুমূর্ষু রোগীর এবং তাঁর প্রিয়জনের কান্না শুনেছি। নিজেকে অনেক বেশি অসহায় মনে হয় তখন। নিভৃতে চোখের জল ফেলেছি।
পরিসংখ্যানে দেখা গেছে, সারা বাংলাদেশের মানুষের মধ্যে যারা রক্তদানে সমর্থ তাদের মাত্র ০.১% এর মতো মানুষের আছে “এবি নেগেটিভ” রক্ত। বুঝতেই পারছেন, এই গ্রুপের রক্ত সহজলভ্য নয়।
“এবি নেগেটিভ” গ্রুপের বন্ধুদের আমার বিনীত অনুরোধ, আপনারা এই লিঙ্ক থেকে "এবি নেগেটিভ" রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন। কিংবা আপনারা আমাকে আমার ফেইসবুক প্রোফাইলেও (sHuvo WhtЄvR) ম্যাসেজ করতে পারেন। আপনার বন্ধুরা যদি ”এবি নেগেটিভ” গ্রুপের হয়ে থাকেন তাহলে উনাদের ফেইসবুক লিঙ্ক আমাকে জানিয়ে দিন। আমি উনাদের সাথে যোগাযোগ করে নিব।
আপনাদের তথ্য আমি সংগ্রহ করে রেখে দিবো- যেন আপনাদের প্রয়োজনেই “এবি নেগেটিভ” রক্তদাতারা এগিয়ে আসতে পারেন।
আপনাদের প্রয়োজনের সময় আমি আপ্রাণ চেষ্টা করব “এবি নেগেটিভ” রক্ত ম্যানেজ করে দিতে – হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি। বিশ্বাস করুন একটি বার।