×

Error

The template for this display is not available. Please contact a Site administrator.

DonateBloodBD.com Call Center

 
স্বপ্নের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় তিন বছর ৪ মাস আগে...
 
বাংলাদেশের রক্তদাতাদের ডাটাবেস তৈরির ওয়েবসাইট www.DonateBloodBD.com এর যাত্রার মাধ্যমে স্বপ্ন দেখা শুরু করি ২০১৩ সালের জানুয়ারীতে... এই ওয়েবসাইটের মাধ্যমে আস্তে আস্তে পরিচিত হই হাজারো রক্তদাতার সাথে... আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত করতে থাকি একে একে সব রক্তদাতাদের ... এরপর একসময় আমার ফেইসবুক ফ্রেন্ড লিস্টই হয়ে উঠে রক্তদাতাদের অনলাইন ডাটাবেস... :) আমার ফ্রেন্ড লিস্টের হাজারো রক্তদাতা আমার ডাকে সারা দিয়ে রক্তদান করেছেন... কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই... :)
 
তারপর একসময় স্বপ্ন দেখা শুরু করি একটি ছোট "কল সেন্টার" প্রতিষ্ঠা করার... যেখানে থাকবে কিছু ডেডিকেটেড মানুষ যাদের সারাদিনের একমাত্র কাজ হবে মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা খুঁজে দেয়া... সর্বোচ্চ চেষ্টা করা :)
 
কিন্তু সামর্থ্য ছিল না এই স্বপ্ন বাস্তবায়ন করার, সাহসও ছিল না এত বড় পদক্ষেপ নেয়ার...
 
কিন্তু সময়ের সাথে সাথে আমি খেয়াল করলাম, আমি আগের মত আর রক্ত সংগ্রহের কাজে সময় দিতে পারছি না... অফিসে সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায়... রাতে বাসায় ফিরে হয়তো দেড়-দুই ঘন্টা সময় পাই সর্বসাকুল্যে... নিজেকে অপরাধী মনে হতে থাকে এক পর্যায়ে... এর একটা সমাধান দরকার ছিল, এবং আমার কাছে এর বেস্ট সমাধান মনে হল এই কল সেন্টার :)
 
তাই এবার সাহস সঞ্চয় করে স্বপ্ন বাস্তবায়নে নেমে গেলাম ... হ্যাঁ, আগামীকাল পহেলা বৈশাখে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম রক্তদানের কল সেন্টার :)
 
----------------------
DonateBloodBD.com Call Center
01756963308 অথবা 01748306027
রবিবার থেকে বৃহস্পতিবার (সকাল ৮ টা থেকে রাত ১২ টা)
শনিবার (দুপুর ১২ টা থেকে রাত ৮ টা)
শুক্রবার - বন্ধ
----------------------
 
এই স্বপ্ন শুধুমাত্র আমার একার নয়, বাংলাদেশের সকল সেচ্ছাসবকদের... বাংলাদেশের রক্ত সমস্যার একটি বড় সমাধান হতে পারে এই কল সেন্টার...
 
গত কিছুদিন পরিক্ষামুলক ভাবে চালিয়েছি এই কল সেন্টার, এবং এই অল্প কিছুদিনেই অভূতপূর্ব ফলাফল পেয়েছি... ডাটাবেস মেইন্টেইন করছি... কোন রক্তদাতা কোন রোগীর জন্য কবে কোন হাসপাতালে রক্তদান করেছেন বা করবেন সব তথ্য সেইভ করে রাখবো... এতে ৩ মাস পরে যাচাই করতে পারবো কল সেন্টারটা আসলেই কতটুকু সফল হল :)
 
২ জন এজেন্ট নিয়ে কাজ শুরু করলাম... ২ জন মানুষ দিনে ১৬ ঘন্টা রক্ত সংগ্রহে ডেডিকেটেডভাবে কাজ করবে... সকাল ৮ টা থেকে রাত ১২ পর্যন্ত... তিন মাসের প্রজেক্ট... তিন মাসে যদি কল সেন্টার প্রজেক্ট সফল হয় এবং যদি স্পন্সর কালেক্ট করতে পারি তাহলে হয়তো আরো অনেক দিন কন্টিনিউ করতে পারবো ... :)
 
একটু ব্যাপকভাবেই শুরু করতে চাই... সারা বাংলাদেশ ৬৪ জেলার প্রতিটি কোণায়... সে জন্য দরকার আপনার সাহায্য... হ্যাঁ, আপনার :)
 
কিভাবে সাহায্য করবেন?
► যেহেতু বাংলাদেশের প্রথম এবং একমাত্র রক্তদানের কল সেন্টার, সেহেতু প্রচুর রোগীর জন্য রক্তের রিকুয়েস্ট আসবে... ২ জন মানুষের পক্ষে সব রোগীর জন্য রক্তদাতা খুঁজে দেয়া প্রাক্টিক্যালি সম্ভব না... তাই আপনাদের কাছে রিকুয়েস্ট থাকবে, আপনার পরিচিত যে রক্তদাতারা রক্তদানে প্রস্তুত তাঁদের তথ্য আমাকে নিয়মিত জানাবেন।
► আপনার সংগ্রহে রক্তদাতাদের যত ডাটাবেস আছে সব আমাকে দিবেন...
► বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল/ক্লিনিক আছে সেখানে আমাদের এই কল সেন্টারের নম্বর প্রিন্ট করে দেয়ালে লিখে দিয়ে আসবেন... এবং অবশ্যই জানিয়ে দিবেন কল সেন্টারের সাপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে...
► সবচেয়ে বড় সাহায্য যেটা প্রয়োজন এই মুহূর্তে তা হল, মানুষকে জানাতে হবে যে, রক্তের প্রয়োজনে রক্তদানের কল সেন্টারে কল করা যাবে যেখানে কিছু মানুষ সবসময় ডেডিকেটেডভাবে থাকবে মুমূর্ষু রোগীর জন্য বিনামূল্যে রক্ত সংগ্রহের জন্য :)
 
তবে ছোট-খাট কিছু শর্ত আছে...
► রোগীর নিকট আত্মীয়কে বলবেন কল সেন্টারের নম্বরে কল দিতে
► রোগীর বিস্তারিত তথ্য জানাতে হবে
► মানুষকে পরনির্ভরশীল করার জন্য এই কল সেন্টার না... রোগীর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত শত শত মানুষ থেকে কিভাবে রক্তদাতা খুঁজে নিতে হয় সে টেকনিক শিখিয়ে দেয়া হবে...
 
আমরা আমদের সর্বোচ্চ চেষ্টা করবো... সব রোগীর জন্য হয়ত রক্তদাতা খুঁজে দেয়াও সম্ভব হবে না... কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না... আমাদের এই চেষ্টাকে সবাই পজিটিভভাবে নিবেন এটাই চাই :)
 
কারো মাধ্যমে নতুন কিছু শুরু হতে হয়... তাই শুরুটা করলাম... আমি আশাবাদী, একসময় রক্তদানের কল সেন্টার চালু করবে আরো অনেক সেচ্ছাসেবী সংগঠন, কর্পোরেট প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগতভাবে আরো অনেকে... আমি অনেক আশাবাদী... :)
 
সবশেষে, সেইসব বড় ভাইদের কাছে চিরকৃতজ্ঞ যারা আমাকে মানসিক এবং আর্থিক সাপোর্ট দিচ্ছেন আমার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য :)
 
রক্তদান হোক স্বেচ্ছায়, বিনামূল্যে এবং নিরাপদ...
 
- Subrata Deb (১৩ এপ্রিল, ২০১৬)