DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

Go To Page: 1 | 2 | 3 | 4 | 5

সকল রক্তযোদ্ধাদের জন্য উৎসর্গ করলাম...

সকল রক্তযোদ্ধাদের জন্য উৎসর্গ করলাম...
----------------------

কিছুদিন আগে আমার এক বন্ধু স্ট্যাটাস দিলো "এই ফেইসবুক যে আমাদের কত সময় নষ্ট করল !!!... "

ওর স্ট্যাটাসটা দেখে আমি কমেন্ট করলাম "so use facebook for a cause... ফেইসবুকে রক্তের আবেদনগুলো শেয়ার করিস :) "
তবে এরপরেও ওর মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করিনি... :)
----
অমুক ফেইসবুকের একটা গেইমের রিকুয়েস্ট পাঠালো... গেইমের নোটিফিকেশন আমি বন্ধ করি না...  এর পেছনের কারন আছে... আমরা মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা খুঁজছি, আর তখন সেই 'অমুক' গেইম খেলছে... নিজের মধ্যে একটা সান্ত্বনা খুজে পাই, 'নাহ, আমি তো সময় নষ্ট করছি না...' :)
একজন রক্তযোদ্ধা রক্ত খুজতে খুজতেই বুঝে না সময় কিভাবে পার হয়ে যাচ্ছে, ফেইসবুক গেইমের প্রতি সময় দেয়াটা আমাদের জন্য বিলাসিতা ছাড়া আর কিছু না...

এখন সবার মনে একটা ধারনা জন্মেছে বলে আমি বিশ্বাস করি, "ফেইসবুকে রক্তের পোস্ট দিলেই রক্ত পাওয়া যায়...", হ্যা গর্ব করেই বলি এই বিশ্বাস আমরা রক্তযোদ্ধারা স্থাপন করতে পেরেছি... গরীব অশিক্ষিত রোগীও এখন বলে "ভাই, ফেইসবুকে দিয়া দেন...রক্ত পামু"... এই বিশ্বাস আমরা রক্তযোদ্ধারা তৈরি করেছি... আমরাই...

কিন্তু "ফেইসবুকে দিলেই রক্ত পামু" - এই বিশ্বাস স্থাপনের পেছনে রয়েছে হাজারো রক্তযোদ্ধার অবদান... যাদের প্রতিটি দিনের সব মিলিয়ে কমপক্ষে হলেও ৫ ঘন্টা সময় কাটে রক্তদাতা খুজে খুজে... এক ব্যাগ রক্ত বা একজন রক্তদাতা ম্যানেজ করতে কেমন সময় এবং কতটা পরিশ্রম ইনভল্ভড জানেন?

হ্যা, আমরাই এই রক্তযোদ্ধা... যারা দিনকে রাত, আবার রাতকে দিন করে, নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে, পরিবারকে শতভাগ সময় না দিয়ে দিন রাত কাজ করি মুমূর্ষু রোগীর রক্ত খুজে দিতে... যাদের মোবাইলের ফোনবুকে পরিচিত মানুষের পাশে লেখা থাকে সে মানুষটির রক্তের গ্রুপও... হ্যা, রক্তদাতা খুজে নেয়ার সুবিধার্থে... নতুন নতুন টেকটিক নিয়ে চিন্তা করতে হয় কিভাবে আরো সহজে এবং কম সময়ে রক্তদাতা খুজে নেয়া যায়... কিভাবে আরো বেশি মুমূর্ষু রোগীকে সাহায্য করা যায়... হ্যা আমরাই...

ম্যানেজমেন্ট কি জিনিস বুঝতে হলে একজন রক্তযোদ্ধা থেকে বুঝে নিন... Human Resource Management (কখন কোন রক্তদাতাকে পাঠালে কোন রোগীর জন্য ভাল হবে), Marketing Management (রক্তদাতাকে রক্তদানে রাজি করানো), Managerial Finance (নিজের মোবাইল খরচ হিসাবে রেখে মেক্সিমাম কাজ করা), Operations Management (রক্তদাতা খুজে নেয়া থেকে রক্তদান শেষ হওয়া পর্যন্ত সব কিছু পর্যবেক্ষণে রাখা) - হ্যা এসব কিছুই একজন রক্তযোদ্ধাকেই করতে হবে...

সাথে রয়েছে অপরিসীম টেনশন, পরিশ্রম, এবং ধৈর্যশক্তি... এর মাঝে সব রোগীর জন্য রক্ত ম্যানেজ করে দিতে না পারলেও শুনতে হয় অনেক কটুবাক্য... নিজের অসুস্থতাও এখানে গৌণ বিষয়...

ফেইসবুকের অন্যান্য ইউজারদের মত এই রক্তযোদ্ধাদের হবার সুযোগ নাই... প্রতিটি পোষ্টের কমেন্ট চেক করতে হয়, প্রতিটি ইনবক্স ভাল করে পড়তে হয়, প্রতিটি ট্যাগ খেয়াল রাখতে হয়, প্রতিটি নোটিফিকেশন দেখে নিতে হয়... হ্যা, প্রতিটি, কারন সবগুলোতেই রয়েছে মানবতার আহবান... অবহেলা করার সুযোগ নেই... হ্যা, আমরাই সেই রক্তযোদ্ধা...

কাছে দূরে, দেশে বিদেশে, বিভিন্ন জেলায়, দেশের আনাচে কানাচের সকল রক্তযোদ্ধাদের আমি দাড়িয়ে স্যালুট জানাই... মনের গভীর থেকে শ্রদ্ধা জানাই... এবং শপথ করি, জীবনের যেকোনো বাঁকে আমরা থাকবো একই পথে, মুমূর্ষু রোগীর রক্তের খোঁজে...

(আপনার পরিচিত সকল রক্তযোদ্ধাদের এই পোষ্টে ট্যাগ করার অনুরোধ করছি... )

Facebook Link

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 30 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন