DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

Go To Page: 1 | 2 | 3 | 4 | 5

"নিজ নিজ ক্ষেত্রে রক্তদানে মানুষকে উৎসাহিত করুন"

- আপনি কি গান লিখতে বা গাইতে পারেন?
তবে লিখে ফেলুন না রক্তদান নিয়ে একটি গান... খালি গলাতেই গেয়ে উঠুন রক্তদানের গান...

- কিংবা আপনি কি ছবি আঁকায় পারদর্শী?
ড্রইং বা পেইন্টিং করে ফেলুন রক্তদানের কোনো থিম নিয়ে...

- কিংবা আপনি কি অভিনয় জগতের কেউ?কিংবা আপনি কি নাটক, সিনেমার ডিরেক্টর?
আপনার পরিচিত সকলের সাহায্য নিয়ে বানিয়ে ফেলুন রক্তদানের একটি শর্ট ফিল্ম...

- কিংবা আপনি কি কোনো পত্রিকার বা টিভি চ্যানেলের সাংবাদিক?
পত্রিকার এক কোনায় হলেও প্রচার করুন রক্তদানের সুফলতা... রক্তদানের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি করে ফেলুন ৫ মিনিটের একটি প্রতিবেদন... প্রচার করুন আপনার চ্যানেলে...

- কিংবা আপনি কি অনলাইন জগতের বিখ্যাত কেউ?
ফেইসবুকে আপনার রয়েছে হাজার হাজার ফলোয়ার? কারা রক্তদান করতে পারবে, কেন রক্তদান করবে, রক্তদানের উপকারিতা, ভুল ধারনাগুলো ইত্যাদি বিস্তারিত লিখে একটা পোস্ট দিন না? আপনার এক পোষ্টেই হাজার হাজার মানুষ রক্তদানের ব্যাপারে অনেক কিছু জেনে যাবে...

- কিংবা আপনি কি একজন ভাবুক কবি?
লিখে ফেলুক রক্তদানের একটি কবিতা...

- কিংবা আপনি কি ছোট গল্প লিখতে পারেন?
সহজ সুন্দর ভাষায় লিখে ফেলুন একজন রক্তদাতার কিংবা একজন রোগীর আত্মকথা... উৎসাহমুলক গল্প লিখে ফেলুন...

- কিংবা আপনি কি একজন ফটোগ্রাফার?
আপনার ক্যামেরা হাতে নিয়ে চলে যান কোয়ান্টামে কিংবা কোনো হাসপাতালের রক্ত সংগ্রহের রুমে... আপনার ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করুন একজন রক্তদাতার রক্তদানের আনন্দ...

- কিংবা আপনি কি গ্রাফিক ডিজাইনার?
বানিয়ে ফেলুন রক্তদানের বিভিন্ন ব্যানার, পোস্টার, লিফলেট ইত্যাদি... কিংবা কভার ফটো... কিংবা 3D গ্রাফিক্স... আপনার এতদিনের সকল ক্রিয়েটিভিটি 'এক' করে বানিয়ে ফেলুন অসাধারন কিছু...

- কিংবা আপনি কি কোনো এফ.এম রেডিও চ্যানেলের আর.জে?
রেডিও প্রোগ্রামের ফাঁকে ফাঁকে ২/৩ বাক্য বলে ফেলুন না রক্তদান নিয়ে... কিংবা রক্তদানের গান প্রচার করুন আপনার প্রোগ্রামে... কোথায় কখন রক্তদানের ক্যাম্পেইন হচ্ছে, কোথায় কখন "ফ্রী ব্লাড গ্রুপিং" হচ্ছে - জানিয়ে দিন আপনার লিসেনারদের...

- আপনি কি কোনো টিভি চ্যানেলের এম.ডি?
রক্তদানে মানুষকে উৎসাহিত করতে আপনার রয়েছে অপরিসীম ক্ষমতা... আপনার চ্যানেলকে "রক্তদানের উৎসাহ কেন্দ্র" হিসাবে সহজেই ব্যবহার করা সম্ভব... আপনার চ্যানেলে হতে পারে রক্তদান নিয়ে "টক শো", হতে পারে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে রক্তদাতাদের ফোনো লাইভ কনসালটেন্সি... ব্রেকিং নিউজের স্ক্রলারে প্রচারিত হতে পারে রক্তদানের বিভিন্ন বিষয়, কিংবা জরুরী রক্তের কোনো রিকুয়েস্ট... সারাদেশের মানুষের কাছে হয়তো খুব সহজেই রক্তদানের আহবান পৌঁছে যাবে...

- কিংবা আপনি কি একজন প্রখ্যাত ব্যবসায়ী?
আপনার প্রতিষ্ঠানের কর্মচারীদের রক্তদানে উৎসাহিত করতে পারেন - যেমন যে কর্মচারী আজ রক্তদান করেছেন, তার জন্য পরবর্তী ২৪ ঘন্টা অফিস থেকে ছুটি প্রদান করা...
কিংবা আপনার বাৎসরিক লভ্যাংশের কিছু অংশ দান করুন ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের জন্য... বিশ্বাস করুন, একটি ক্যাম্পেইনের জন্য ৫,০০০ টাকা এর বেশি খরচ হয় না, কিন্তু এমন একটি ক্যাম্পেইনের মাধ্যমেই শত শত নতুন রক্তদাতা পাওয়া সম্ভব, সচেতনতা তৈরি করা সম্ভব... আমার অনেক ছোট ভাইরা (সবাই এখনো ছাত্র) আছে যারা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ফ্রী ব্লাড গ্রুপিং এর ক্যাম্পেইন করতে পারে না... আপনার সাহায্যে হয়তো তারা তাদের নিজস্ব এলাকায় নিয়মিত ক্যাম্পেইন করতে পারবে...

===============
এই পোষ্টের মুলভাব হল, আপনি যেকোন ক্ষেত্রেই পারদর্শী হন না কেন, সে ক্ষেত্রেই কিছু করে দেখান... স্ব-স্বক্ষেত্রে রক্তদানের জন্য সচেতনতা তৈরি করুন কারন রক্তদানে মানুষকে সচেতন করাই এখন আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ... সবাই যখন রক্তদানের সকল ভয় দূর করে নিজের দায়িত্ববোধ থেকে রক্তদানে এগিয়ে আসবে তখন মুমূর্ষু রোগীর জন্য রক্তের আর অভাব হবে না আমি বিশ্বাস করি... বাংলাদেশের রক্তের চাহিদা পূরণে আরো প্রচুর নতুন রক্তদাতার প্রয়োজন... কিন্তু এই নতুন রক্তদাতাদের উৎসাহিত করতে পারি শুধু আমি, আপনি এবং আমরা...

যিনি একবার রক্তদান করেছেন, তিনি বার বার রক্তদান করতে প্রস্তুত... সুতরাং আমাদের টার্গেট শুধু এটাই, একজন নতুন রক্তদাতার সৃষ্টি করা... ব্যাস, এই নতুন রক্তদাতা বার বার রক্তদানের আনন্দ ফিরে পাবার জন্য নিয়মিত রক্তদান করতেই থাকবে... সারাজীবন :)

Facebook Link 1 | Facebook Link 2

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 30 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন