×

Error

The template for this display is not available. Please contact a Site administrator.

"অটো-ট্রান্সফিউশন / Auto-transfusion"

ধরুন, একজন "এবি নেগেটিভ" রোগীর ১ সপ্তাহ পরে একটা অপারেশন হবে... "এবি নেগেটিভ" - সবচেয়ে দুর্লভ রক্ত... রক্তদাতা খুজে পাওয়া যাচ্ছে না... অপারেশন তো করাতেই হবে, আবার রক্তও পাওয়া যাচ্ছে না... 'শাঁখের করাত' এর মত অবস্থা...

এর একটা বিকল্প সমাধান আছে... এবং এ সমাধানটি শুধু সম্ভব যদি তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন না হয় (যেমন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর রক্তের প্রয়োজন এমন কেইসে)...

সমাধানটি হল " অটো-ট্রান্সফিউশন / Auto-transfusion"... :)

কিন্তু, কি এই অটো-ট্রান্সফিউশন? সংজ্ঞা অনুসারে, অটো-ট্রান্সফিউশন হল এমন এক পদ্ধতি যেখানে রোগী নিজেই হলেন নিজের রক্তদাতা... :)

**
এই পদ্ধতিতে অপারেশনের এক বা দুই সপ্তাহ আগে রোগী নিজেই এক -দেড় ব্যাগ রক্ত দিয়ে হাসপাতালে রক্ত সংরক্ষণে রেখে দিবে... এক বা দুই সপ্তাহ পরে অপারেশনের সময় নিজের রক্তই নিজের শরীরে আবার পুশ করা হবে... এই এক বা দুই সপ্তাহের মধ্যে তার শরীরের প্লাজমা, প্লাটিলেট ভলিউম রিপ্লেস হয়ে যায়... আর রক্তের জলীয় অংশ ২৪ ঘন্টার মাঝেই পুরন হয়ে যায় :)
**

ব্যস, অপারেশনও হয়ে গেল... রক্তও পাওয়া গেল :)

'অটো-ট্রান্সফিউশন' এর আরো বেশ কিছু সুবিধাও আছে, যেমনঃ  
- রোগীর নিজের রক্ত নিজেই গ্রহন করছে, তাই ক্রস ম্যাচিং এর প্রয়োজন নেই...
- বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা বা স্ক্রিনিং করার প্রয়োজন নেই...
- নিজের রক্ত, তাই অনেক নিরাপদ :)
- যেহেতু ক্রস ম্যাচিং বা স্ক্রিনিং করতে হচ্ছে না, তাই খরচও অনেক কম :)

------------------------------
দুর্লভ রক্ত গ্রুপের মানুষের জন্য 'অটো-ট্রান্সফিউশন' হল এক আশীর্বাদ :)

-------------------------------
- এই পদ্ধতির জন্য রোগীর হিমোগ্লোবিন লেভেল সঠিক থাকতে হবে...
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী 'অটো-ট্রান্সফিউশন' করতে হবে...

Facebook Link