DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

Go To Page: 1 | 2 | 3 | 4 | 5

"আপনার ফলোয়ার সংখ্যা বেশি, তার মানে আপনার রেস্পন্সিবিলিটিস বেশি..."

By sHuvo WhtЄvR

ধরুন, ফেইসবুকে একটি রক্তের পোস্ট এলো... এই রোগীকে সাহায্য করতে হলে স্বভাবতই অরিজিনাল পোস্টটি সবাই শেয়ার করবে...

এখন মনে করুন আপনার অনেক ফলোয়ার, আপনি রোগীর যোগাযোগের নম্বরে কথা না বলেও পোস্টটি কপি করে আপনার ওয়ালে দিলেন... অর্থাৎ রোগীর কাছ থেকে লেটেস্ট আপডেট না জেনেই আপনি কিন্তু পোস্টটি করে দিলেন... এখন অনেক কিছুই হতে পারে...

১) রোগীদের হয়তো আরো অনেক আগেই রক্ত ম্যানেজ হয়ে গিয়েছিল (আপনি জানেন না কারন আপনি তো কল দেননি)... এইদিকে রোগীরা একটার পর একটা অপ্রয়োজনীয় কল পেতে পেতে অতিষ্ঠ... তখন বাধ্য হয় মোবাইল বন্ধ করে দিতে... এতে তারা অনেক প্রয়োজনীয় কল থেকেও বঞ্চিত হয়ে যাচ্ছে...
সুতরাং "আপনার ফলোয়ার সংখ্যা বেশি, তার মানে আপনার রেস্পন্সিবিলিটিস বেশি..."

২) পোষ্টে উল্লেখ করা মোবাইল নম্বরটিই হয়তো ভুল...যিনি প্রথম পোস্টটি দিয়েছেন তিনি হয়তো অসাবধানতাবসত একটি ডিজিট ভুল লিখে ফেললেন.... এখন আপনিও যদি যাচাই না করে ভুল নম্বরটি আপনার ওয়ালে পোস্ট করেন, এই ভুল নম্বরটি শেয়ার হল... এতে কি হল? রোগীর কোনো উপকার হল না, হাজারো মানুষ বিড়ম্বনার শিকার হল এবং ভুল নম্বরটি যার উনার মোবাইল বন্ধ করে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই...
সুতরাং "আপনার ফলোয়ার সংখ্যা বেশি, তার মানে আপনার রেস্পন্সিবিলিটিস বেশি..."

(আরো অনেক পয়েন্ট আছে... পরে বিস্তারিত লিখবো...)

যদি আপনার ফলোয়ার সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, তাহলে রোগীর সাথে আগে কথা বলে লেটেস্ট আপডেট জেনে নিন, তারপর পোস্ট দিন... কারন আপনার পোষ্টের উপর অনেক কিছু নির্ভর করছে... অনেক মানুষের কাছে তথ্যটি ছড়িয়ে যাচ্ছে... আপনাকে সতর্ক হতেই হবে...

Facebook Link

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 22 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন