DonateBloodBD Call Center

01756963308 অথবা 01748306027

সাবধানতা

রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে বুঝে নিবেন সে প্রতারক। প্রকৃত রক্তদাতা কখনো টাকার বিনিময়ে রক্তদান করে না।

Go To Page: 1 | 2 | 3 | 4 | 5

"বোম্বে ব্লাড গ্রুপ"

By sHuvo WhtЄvR

আচ্ছা বলুন তো, সবচেয়ে দুর্লভ রক্তের গ্রুপ কোনটি? "এবি নেগেটিভ?"

উত্তরটি ভুল হল... "এবি নেগেটিভ" রক্ত থেকেও দুর্লভ আরেকটি রক্তের গ্রুপ আছে যা এই যাবৎকালের আবিষ্কৃত সকল রক্ত গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্লভ...

রক্ত গ্রুপগুলোর নামকরন করা হয় এন্টিজেন এবং এন্টিবডির উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে... যেমনঃ
A(+ve) রক্ত গ্রুপে "A এন্টিজেন" থাকে, কিন্তু এন্টিবডি হিসাবে থাকে "B এন্টিবডি"...
B(+ve) রক্ত গ্রুপে "B এন্টিজেন" থাকে, কিন্তু এন্টিবডি হিসাবে থাকে "A এন্টিবডি"...
আবার AB(+ve) রক্ত গ্রুপে "A এন্টিজেন" এবং "B এন্টিজেন" থাকে, কিন্তু এন্টিবডি হিসাবে কিছুই নেই...

(বিস্তারিত জানতে, এই ছবিটি দেখুনঃ
http://donatebloodbd.com/bombay-blood-group.jpg
আর আলোচনার সুবিধার্থে H, Rh, D এই এন্টিজেনগুলো নিয়ে আলোচনা করিনি এখানে... ছবি দেখে বুঝে নিন...)

আমাদের পরিচিত ৮টি রক্ত গ্রুপে কোনো না কোনো এন্টিজেন থাকেই... কিন্তু এমন একটি রক্তের গ্রুপ আছে যার কোন এন্টিজেন নেই, সবগুলোই এন্টিবডি, মানে "A এন্টিবডি", "B এন্টিবডি" থাকে কিন্তু কোন এন্টিজেন নেই... এই রক্তের গ্রুপ হল "বোম্বে ব্লাড গ্রুপ"... যা সারা পৃথিবী জুড়ে সবচেয়ে দুর্লভ রক্ত... বোম্বে শহরে (বর্তমানের মুম্বাই শহর) সর্বপ্রথম ১৯৫২ সালে এই রক্তের গ্রুপ আবিষ্কার করেন ডাঃ ভেডে... এই শহরের নাম অনুসারেই এই রক্তের নাম "বোম্বে ব্লাড গ্রুপ"... তবে এর অন্য নামও আছে "hh blood group"...

এই রক্তের গ্রুপ কতটা দুর্লভ, তা বুঝানোর জন্য একটা ছোট পরিসংখ্যান দিচ্ছি... বাংলাদেশে কোনো "বোম্বে ব্লাড গ্রুপ" এর মানুষ আছে কিনা আমি জানি না... ভারতে ১৭৯ জন পাওয়া গেছে, এবং সারা বিশ্বে খুব বেশি হলে আছে ২৮,০০০ জন (১ মিলিয়নে মাত্র ৪ জন)...

একবার চিন্তা করুন, এই রক্ত গ্রুপের একজন মানুষের যদি হঠাৎ রক্তের প্রয়োজন হয় তাহলে সে লক্ষ মানুষের ভিড়েও নিজের রক্ত গ্রুপের মানুষ খুজে পাবে না... কতটা ভয়াবহ !!!
তাছাড়া, এই রক্তে কোন এন্টিজেন না থাকার কারনে অন্য কোনো গ্রুপের রক্ত প্রসেসিং করে রক্ত গ্রহন করা যায় না... শুধু মাত্র একজন "বোম্বে ব্লাড গ্রুপ" এর রক্তদাতা থেকেই "বোম্বে ব্লাড গ্রুপ" এর রোগী রক্ত গ্রহন করতে পারবে...

"বোম্বে ব্লাড গ্রুপ" এর ২৮ হাজার মানুষের সুস্থতা কামনা করি... মনের গভীর থেকেই কামনা করি...

(নোটঃ
অনেকের কনফিউশন হচ্ছে, তাই এই নোট... ও- রক্ত গ্রুপেও 'এ এন্টিজেন' বা 'বি এন্টিজেন' নেই, কিন্তু H এন্টিজেন আছে যা বোম্বে গ্রুপে থাকে না... )

Facebook Link

রক্ত দিন, জীবন বাঁচান (থিম সং)

Join Us on Facebook

We have 45 guests and no members online

Best Bangladeshi domain hosting provider since 2007

রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন